Logo

বিনোদন

দুই যুগে চিরকুট, পুরস্কার ও কনসার্টে বছর শুরু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৫:২২

দুই যুগে চিরকুট, পুরস্কার ও কনসার্টে বছর শুরু

দুই যুগে পদার্পন করল দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গীতিকার, সুরকার, সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমির নেতৃত্বে এগিয়ে চলা ব্যান্ডটি দুই যুগে বাংলা গানের ভান্ডারে যুক্ত করেছে অসংখ্য জনপ্রিয় গান। স্বীকৃতিস্বরুপ মিলেছে দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননাও। তারই ধারাবাহিকতায় সম্মাননা ও কনসার্টে নতুন বছরের পথচলা শুরু হলো।

গত ৩ জানুয়ারি সিলেটে কনসার্টের মধ্য দিয়ে বছর শুরু করা চিরকুট ৯ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয় বারের মতো সেরা ব্যান্ডের স্বীকৃতি ও সম্মাননা গ্রহণ করল।

এ আয়োজনে ২০২৫ সালে প্রকাশিত ব্যান্ডের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য সেরা ব্যান্ডের পুরস্কার পায়। পুরস্কারটি গ্রহণ করতে মঞ্চে পুরো দলকে নিয়ে উপস্থিত হন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া সুমি বলেন, ‘২০২৫ সালে ১০টি নতুন গান নিয়ে রিলিজ হওয়া আমাদের ‘ভালোবাসাসমগ্র’-অ্যালবামের ‘দামী’ গানটির জন‍্য এই সম্মান দেয়া হয়েছে আমাদের। স্রষ্টা মহান! স্রোতারা আশির্বাদ, দামী! নিজেদের কথা-সুরে প্রতিনিয়ত নতুন গানের সংগ্রামে আমাদের ২৪ বছর যাত্রায় এ অর্জনটুকু আরও বেশি করে অনুপ্রেরণা হয়ে থাকুক আমাদের চিরকুট-এর প্রত‍্যেকের জীবনে। অসংখ্য ধন‍্যবাদ আয়োজক শো টাইম মিউজিক এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে। এই অ্যালবামটিতে অবদানের জন‍্য ব‍্যান্ডের মেম্বারদের পাশাপাশি কো-প্রোডিউসার জাকির আহমেদ এবং সাইন্ড ইঞ্জিনিয়ার শুভকেও স্মরণ করছি।’

চিরকুটের কথা ও সুর যে মানুষের মনে গেঁথে থাকে তার পেছনের কারিগর শারমিন সুলতানা সুমির কথা ও সুরের মায়া কিংবা জাদু। চিরকুট যেন মানুষের মনের কথা বলে। শুধু তাই নয়, ব্যান্ডটির দুই যুগের পথচলায় অসংখ্য নতুন মিউজিশিয়ানেরও সৃষ্টি হয়েছে। যার পেছনে ছিল চিরকুটের দূরদৃষ্টির প্রতিফলন। ব‍্যক্তিগত আবেগে, উপলক্ষে, প্রেমে, উৎসবে-পার্বণে, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে চিরকুটের গান প্রাসঙ্গিক হয়ে বেজে চলেছে গত দুই যুগ। দেশের বাইরে আন্তর্জাতিক মঞ্চেও চিরকুট বাংলা গানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

পেছন ফিরে তাকিয়ে সুমি বলেন, ‘চিরকুট সবসময় নতুন গান তথা নতুন কথা ও সুরের অন্বেষণে থেকেছে। চিরকুট একটা প্রতিষ্ঠান হিসেবে বছরের পর বছর সদস‍্যদের পাশে থেকে তাদের এগিয়ে রাখার চেষ্টা করেছে। মিউজিকে নতুন কিছু যুক্ত করার নীরিক্ষা করেছে। এর ফলেই অনেক মিউজিশিয়ানদের আতুরঘর হয়ে উঠেছে চিরকুট। পাশাপাশি মানুষের আনন্দ বেদনায়, সংগ্রামে আমাদের গান যখনই বেজেছে আমরা অনুপ্রাণিত ও গর্বিত হয়েছি। দেশের বাইরে যখন বিশ্বের অন্যান্য প্রথম সারির ব্যান্ডের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে বাংলা গান গেয়েছি আমাদের চোখ ভিজেছে দেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায়। সবার মনে ভালোবাসার ‘চিরকুট’ হয়ে থেকে যেতে চাই।’

নতুন বছরে নিজেদের পঞ্চম অ্যালবামে মনোনিবেশ করেছে চিরকুট। নিয়মিত দেশে ও বিদেশে কনসার্টেও যুক্ত থাকবে বছরজুড়ে। চিরকুট জানায় আগামী বছর চিরকুটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ‘সিলভার জুবিলি’ উদযাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

চিরকুট-এর বর্তমান লাইন আপ

পাভেল আরিন-ড্রামস, মিউজিক প্রোডিউসার, প্রান্ত-গিটার, ম‍্যান্ডোলিন, সেতার, ইউকেলেলে, ইশমাম : বেইজ, দিব‍্য : লিড গিটার, ইয়ার : হারমোনিয়াম, কিবোর্ড, ভায়োলিন, ভোকাল, ফায়েজ সাগর : সাউন্ড ইন্জিনিয়ার,শারমীন সুলতানা সুমী : গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, ভোকালিস্ট।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর