দেশজুড়ে একের পর এক সিঙ্গেল স্ক্রিন হল বন্ধ হয়ে যাওয়ায় যেখানে চলচ্চিত্র প্রদর্শনী খাত সংকুচিত হয়ে পড়েছে, সেখানে নতুন মাল্টিপ্লেক্স প্রকল্পগুলো ফিরিয়ে আনছে আশার আলো। সেই ধারাবাহিকতায় দেশের তিনটি জেলায় আধুনিক প্রেক্ষাগৃহ চালুর প্রস্তুতি চলছে, যেগুলো আসন্ন ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই তিনটির মধ্যে দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে দেশের শীর্ষ প্রদর্শনী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকার সীমান্ত টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় থাকছে তিনটি পর্দা। সব প্রস্তুতি ঠিক থাকলে ঈদুল ফিতরের আগেই এটি চালু করা হবে। পাশাপাশি বগুড়ার পুলিশ প্লাজায় আরও একটি শাখার কাজ চলছে, যেখানে দুটি হল থাকবে এবং চলতি বছরের মধ্যেই সেটি দর্শকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ‘স্টার সিনেপ্লেক্স শুরু থেকেই সারা দেশে ১০০টি পর্দা চালুর লক্ষ্যে কাজ করছে। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্পগুলোর কাজ অনেক আগেই শুরু হয়েছিল, তবে নানা কারণে শেষ হতে সময় লেগেছে। ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। এতে দর্শক সংখ্যা বাড়বে বলে আমরা আশাবাদী।’
এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও দ্রুত এগোচ্ছে। মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, প্রায় ৯০ শতাংশ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ঈদুল আজহায় এটি উদ্বোধনের লক্ষ্য রাখা হয়েছে। তিনি বলেন, ‘এ এলাকায় এখনো কোনো মাল্টিপ্লেক্স নেই। দর্শকদের চাহিদা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
নতুন এসব প্রেক্ষাগৃহ চালু হলে শুধু স্থানীয় দর্শকদের বিনোদনের সুযোগ বাড়বে না, বরং দেশের চলচ্চিত্র শিল্পও পাবে নতুন গতি।
এসএসকে/

