হঠাৎ বিয়ের ঘোষণায় গত বছর শিরোনামে উঠে এসেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করলেও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং ধীরে ধীরে সম্পর্ক ভাঙনের দিকে গড়ায়।
সম্প্রতি নিজের বর্তমান সময়ের কথা বলতে গিয়ে তাহসান জানান, গত সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় একটি ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, সেই সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গানের কাজ থেকেও কিছুটা নিজেকে গুটিয়ে নিয়েছেন।
এই মুহূর্তে জীবনটা কীভাবে কাটছে— এমন প্রশ্নে তাহসানের উত্তর বেশ নিঃসঙ্গ কিন্তু শান্ত। তার ভাষায়, এখন তিনি একা ভ্রমণ করছেন, নতুন নতুন জায়গায় ঘুরছেন আর সময় কাটাচ্ছেন বইয়ের সঙ্গেই। ঘোরাঘুরি আর পড়াশোনার মধ্যেই দিনগুলো পার হয়ে যাচ্ছে বলে জানান তিনি।
রোজা ইসলাম ছিলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাদের বিয়ে হয়। রোজা একজন পেশাদার মেকওভার আর্টিস্ট; বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপের কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে।
এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সংসার শুরু করেছিলেন তাহসান। প্রায় ১১ বছর পর সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসার থেকে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
এখন নতুন বাস্তবতায় দাঁড়িয়ে তাহসান যেন নিজের মতো করে সময়কে আবার নতুনভাবে আবিষ্কার করছেন— ভ্রমণ, বই আর নিঃশব্দ একান্ততার ভেতর দিয়ে।
এসএসকে/

