Logo

বিনোদন

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৯:০৮

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বহু বছর ধরেই রুপালি পর্দায় সক্রিয়। মাত্র আট বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল ও আলোচিত সিনেমায় অভিনয় করলেও এক বিষয়ে তিনি বরাবরই আলাদা— পর্দায় এখনো পর্যন্ত কোনো অন্তরঙ্গ বা তথাকথিত ‘বোল্ড’ দৃশ্যে দেখা যায়নি তাকে।

সম্প্রতি অভিনেতা রাহুল ব্যানার্জির একটি পডকাস্টে অতিথি হয়ে এই বিষয়েই খোলামেলা কথা বলেন শ্রাবন্তী। উপস্থাপক জানতে চান, কেন তিনি এ ধরনের দৃশ্য এড়িয়ে চলেন, কিংবা এতে তার কোনো অস্বস্তি আছে কি না। উত্তরে অভিনেত্রী জানান, এখনো পর্যন্ত তেমন কোনো চরিত্র বা চিত্রনাট্য তার সামনে আসেনি যেখানে এমন দৃশ্য অপরিহার্য ছিল।

তিনি ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেখানে একটি সংবেদনশীল দৃশ্যের সময় তিনি ভীষণ নার্ভাস ছিলেন বলে স্বীকার করেন। শ্রাবন্তীর ভাষায়, প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে দারুণভাবে আগলে রেখেছিলেন, যার ফলে ভয় কেটে যায় এবং শুটিংটা সুন্দরভাবে সম্পন্ন হয়।

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে শ্রাবন্তী বলেন, তার কাছে বিষয়টি কখনোই শুধুই সাহস বা লজ্জার প্রশ্ন নয়, বরং গল্পের প্রয়োজনটাই মুখ্য। কোনো দৃশ্য যদি গল্পকে এগিয়ে নিয়ে যায় এবং সেটি বাস্তবসম্মতভাবে চিত্রনাট্যের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সঠিক টেকনিক ও পরিচালকের দিকনির্দেশনায় কাজ করতে তিনি আপত্তি করবেন না বলেও জানান তিনি।

শিশুশিল্পী হিসেবে স্বপন সাহার ‘মায়ার বাঁধন’ ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। পরে জিতের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ওয়ান্টেড’, ‘জোশ’, ‘ফাইটার’সহ একাধিক জনপ্রিয় ছবিতে জিতের সঙ্গে জুটি বাঁধেন। দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘শুধু তোমারই জন্য’— এসব ছবিতেও তাকে দেখা গেছে।

৩৮ বছর বয়সেও শ্রাবন্তী অভিনয়ে ব্যস্ত। গেল বছর তার পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এবং সামনে আরও বেশ কয়েকটি নতুন ছবির কাজ হাতে রয়েছে। অভিজ্ঞতা আর সময়ের সঙ্গে সঙ্গে তার চরিত্র বাছাইয়ের দৃষ্টিভঙ্গিও যে বদলাচ্ছে, সেই ইঙ্গিতই দিলেন এই অভিনেত্রী।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর