হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সোমবার সকালে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার উভয় পক্ষের বক্তব্য শুনে এ আদেশ দেন। এদিন আদালতে মেহজাবীন ও আলিশান তাদের লিখিত জবাব দাখিল করেন। শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানান আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।
মামলার নথি অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে একটি পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই প্রস্তাবে সাড়া দিয়ে বাদী বিভিন্ন সময়ে নগদ ও বিকাশে মোট ২৭ লাখ টাকা দেন। তবে ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে সময়ক্ষেপণ করা হয় বলে তিনি দাবি করেন।
পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তাকে হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডাকা হয়। সেখানে গিয়ে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজনের কাছ থেকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন— এমন অভিযোগে তিনি মামলা করেন।
ভাটারা থানায় অভিযোগ জানালে আদালতে যাওয়ার পরামর্শ পেয়ে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেছিলেন। তবে শুনানি শেষে আদালত সেটি থেকে মেহজাবীন ও আলিশানকে অব্যাহতি দেয়।
এসএসকে/

