Logo

বিনোদন

৮৩তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৬:১২

৮৩তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি আলো কাড়ে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি চারটি প্রধান পুরস্কার জিতে নেয়— সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল বা কমেডি), সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য (দুটিই পল থমাস অ্যান্ডারসন) এবং সেরা পার্শ্ব অভিনেত্রী (টিয়ানা টেলর)।

ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে ‘হ্যামনেট’। এতে শেক্সপিয়রের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য জেসি বাকলি জিতেছেন সেরা অভিনেত্রী (ড্রামা)। একই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভেগনার মোরা— ‘দ্য সিক্রেট এজেন্ট’ ছবির জন্য, যা আবার সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রও নির্বাচিত হয়েছে।

মিউজিক্যাল বা কমেডিতে সেরা অভিনেতা হয়েছেন টিমোতি শালামে (‘মার্টি সুপ্রিম’), আর সেরা অভিনেত্রী রোজ বার্ন (‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’)। সেরা সহ-অভিনেতা জিতেছেন স্টেলান স্কর্সগার্ড (‘সেন্টিমেন্টাল ভ্যালু’)।

অ্যানিমেশনে নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’ সেরা, আর ছবিটির গান ‘গোল্ডেন’ পেয়েছে সেরা মৌলিক গান। সেরা মৌলিক সুর সংযোজন পেয়েছেন লুদভিগ ইয়োরানসন (‘সিনার্স’), যে ছবিটিই সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট জিতেছে।

টেলিভিশনে ড্রামায় সেরা সিরিজ ‘দ্য পিট’ (এইচবিও ম্যাক্স), কমেডিতে ‘দ্য স্টুডিও’ (অ্যাপল টিভি)। লিমিটেড সিরিজ/টিভি মুভি বিভাগে ‘অ্যাডোলেসেন্স’ (নেটফ্লিক্স) শীর্ষে, যেখানে স্টিফেন গ্রাহাম ও মিশেল উইলিয়ামস অভিনয় পুরস্কার পেয়েছেন। কমেডিতে সেথ রোগেন ও জিন স্মার্ট, ড্রামায় নোয়া ওয়াইল ও রিয়া সিহর্ন নিজ নিজ বিভাগে সেরা হয়েছেন।

আজীবন সম্মাননায় সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড পেয়েছেন হ্যারিসন ফোর্ড, আর ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড গেছে সারাহ জেসিকা পার্কারের হাতে। নতুন যুক্ত বিভাগ সেরা পডকাস্ট জিতেছে ‘গুড হ্যাং উইথ অ্যামি পোয়েলার’।

১১ জানুয়ারি (বাংলাদেশ সময় ১২ জানুয়ারি ভোর) আয়োজিত অনুষ্ঠানে টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করেন নিকি গ্লেজার। বিশ্বের ৩৯৯ জন সাংবাদিকের ভোটে বিজয়ীরা নির্বাচিত হন—তাদের মধ্যে বাংলাদেশ থেকেও পাঁচজন ভোটার ছিলেন।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর