বহুল আলোচিত প্রেমের গল্প এবার বাস্তব রূপ নিল। উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান আনুষ্ঠানিকভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। ঢাকার অদূরে একটি রিসোর্টে আয়োজিত ঘরোয়া আয়োজনে বুধবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেই বিশেষ দিনের আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে সদ্য প্রকাশিত এক গুচ্ছ ছবিতে।

ছবিগুলোতে দেখা যায়, ঐতিহ্যবাহী লাল বেনারসি ও সোনালি গয়নায় জেফার রহমানের হাস্যোজ্জ্বল মুখ আর সাদা শেরওয়ানি ও পাগড়িতে রাফসান সাবাবের অভিজাত উপস্থিতি। কোথাও দুজন হাত ধরাধরি করে হাঁটছেন সবুজ বাগানের ভেতর, আবার কোথাও একে অপরকে আলতোভাবে জড়িয়ে ধরে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন। কখনো রাফসান কপালে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন, কখনো জেফার চোখ বন্ধ করে সেই মুহূর্ত উপভোগ করছেন— প্রতিটি ফ্রেম যেন তাদের দীর্ঘদিনের লুকানো অনুভূতির প্রকাশ।

কয়েক বছর ধরেই এই জুটির প্রেম নিয়ে নানা গুঞ্জন ছিল। সামাজিক বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা যাওয়া, থাইল্যান্ড সফরের ছবি— সব মিলিয়ে নেটিজেনদের কৌতূহল ক্রমেই বাড়ছিল।

যদিও অতীতে দুজনই বারবার এসব গুঞ্জন অস্বীকার করে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই আলোচিত সম্পর্কই পরিণতি পেল বিয়েতে।

রাফসান সাবাবের জন্য এটি জীবনের নতুন শুরু। ২০২৩ সালের শেষ দিকে তার আগের দাম্পত্য জীবনের ইতি টানার পর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছিল। সেই সময় থেকেই রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে দুজন প্রকাশ্যেই একে অপরের হাত ধরলেন।

ভাইরাল হওয়া এই ছবিগুলো এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন নবদম্পতিকে। দীর্ঘদিনের গোপন প্রেম যে এত সুন্দর পরিণতি পেতে পারে— রাফসান ও জেফারের বিয়ের এই মুহূর্তগুলো যেন সেটারই প্রমাণ হয়ে রইল।
এসএসকে/

