Logo

বিনোদন

ভিডিওতে জেফারের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রাফসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৮

ভিডিওতে জেফারের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রাফসান

বুধবার গায়িকা জেফার রহমানের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন উপস্থাপক রাফসান সাবাব। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কিছু স্থিরচিত্র শেয়ার করে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান রাফসান। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে। কয়েক ঘণ্টা পর তিনি প্রকাশ করেন একটি আবেগঘন ভিডিও, যেখানে গায়েহলুদ থেকে শুরু করে বিয়ের নানা ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

ভিডিওর শুরুতেই দেখা যায় রাফসান ও জেফারের কবুল বলা। দুজনেই সাদা রঙের পোশাকে ছিলেন। কবুল বলার পর জেফারকে পরিবারের সদস্যদের সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। পাশে ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনরাও। পুরো ভিডিওজুড়েই দুজনের হাসি-খুনসুটি আর আন্তরিক মুহূর্তগুলো দর্শকদের মন ছুঁয়ে যায়।

এক পর্যায়ে জেফার রাফসানের অনুভূতি জানতে চাইলে তিনি ছোট্ট করে উত্তর দেন, ‘ফুল ফিলিং।’ আরেক অংশে রাফসান বলেন, জীবনের আগের সময়টা ছিল বেশ অস্থির, অনেক কিছু চলছিল একসঙ্গে। কিন্তু এখন সবকিছু যেন শান্ত হয়ে এসেছে, তিনি নিজেকে অনেক বেশি স্থির ও স্বস্তিতে অনুভব করছেন।

মাত্র তিন ঘণ্টার মধ্যেই রাফসানের ফেসবুকে পোস্ট করা ভিডিওটি ৩২ লাখের বেশি বার দেখা হয়। এতে ১ লাখ ২০ হাজারের বেশি রিয়েক্ট ও প্রায় সাড়ে ৯ হাজার মন্তব্য জমা পড়ে।

ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হয়। সকালে গায়েহলুদ এবং সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন জীবনের সূচনা করেন রাফসান ও জেফার।

কয়েক বছর ধরেই এই জুটির প্রেম নিয়ে নানা গুঞ্জন ছিল। সামাজিক বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা যাওয়া, থাইল্যান্ড সফরের ছবি— সব মিলিয়ে নেটিজেনদের কৌতূহল ক্রমেই বাড়ছিল।

যদিও অতীতে দুজনই বারবার এসব গুঞ্জন অস্বীকার করে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই আলোচিত সম্পর্কই পরিণতি পেল বিয়েতে।

রাফসান সাবাবের জন্য এটি জীবনের নতুন শুরু। ২০২৩ সালের শেষ দিকে তার আগের দাম্পত্য জীবনের ইতি টানার পর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছিল। সেই সময় থেকেই রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে দুজন প্রকাশ্যেই একে অপরের হাত ধরলেন।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর