ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মণিপুরি সিনেমা ‘হুনাসরি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ২১:৩০
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগামীকাল (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২টায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে এবং বিকাল ৫টায় শাহবাগের জাতীয় যাদুঘর মূল মিলনায়তনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য মণিপুরি চলচ্চিত্র ‘হুনাসরি’।
বাবার কাছ থেকে স্বর্ণকারের বিদ্যা শিখে নিজের একটি হুনাসরি বা সোনার কাঠির ঐতিহ্যবাহী মালা বানাতে শুরু করে অঞ্জলি। কিন্তু বারবারই কাঠি কম পড়ে যায়। এ রহস্য নিয়েই নির্মিত ১৫ মিনিটের মণিপুরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হুনাসরি’।
তাহারা’র ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও নির্মাণে শুভাশিস সিনহা। প্রযোজক উত্তম কুমার সিংহ। চিত্রগ্রহণ আবিদ মল্লিক। শিল্প নির্দেশনা সজলকান্তি সিংহ। সংগীতে শর্মিলা সিনহা। সম্পাদনায় ফয়সাল নিপুণ।
অভিনয়ে মুখ্য ভূমিকায় আছেন জ্যোতি সিনহা। এ ছাড়াও আছেন গৌরহরি চ্যাটার্জী, বিধান সিংহ, স্বর্ণালী, সমরজিৎ, উপেন্দ্র, অঞ্জনাসহ অনেকেই।
উৎসবে বাংলাদেশ প্যানারোমার ট্যালেন্ট সেকশনে প্রদর্শিত হবে ছবিটি।
এসএসকে/

