স্কুবা ডাইভিংয়ের সময় মদ্যপ ছিলেন জুবিন গার্গ, এল বিস্ফোরক তথ্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫১
ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যময় মৃত্যুর চার মাস পেরোলেও আলোচনার অবসান হয়নি। নানা জল্পনা-কল্পনা আর ষড়যন্ত্রের তত্ত্বের মধ্যেই এবার নতুন করে চাঞ্চল্য ছড়াল সিঙ্গাপুর পুলিশের তদন্ত প্রতিবেদন। তাদের দাবি, স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন গার্গ ছিলেন মারাত্মকভাবে মদ্যপ, আর নিরাপত্তা বিধি উপেক্ষাই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নেয়।
সম্প্রতি সিঙ্গাপুরের একটি আদালতে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর জুবিন ডাইভিংয়ে নামার আগেই অ্যালকোহলের প্রভাবে ছিলেন। প্রথমে তিনি লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পর তা খুলে ফেলেন। পরে আবার পানিতে নামার সময় প্রশিক্ষকেরা তাকে নিরাপত্তা জ্যাকেট পরতে অনুরোধ করলেও তিনি তা মানেননি। তদন্তকারীদের মতে, এই চরম অবহেলাই বিপর্যয়ের পথ তৈরি করে।
পুলিশের ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। সিঙ্গাপুরের আইনে যেখানে ১০০ মিলিলিটার রক্তে সর্বোচ্চ ৮০ মিলিগ্রাম অ্যালকোহলকে গ্রহণযোগ্য ধরা হয়, সেখানে জুবিনের শরীরে পাওয়া গেছে ৩৩০ মিলিগ্রাম— স্বাভাবিকের প্রায় চার গুণ বেশি। শুধু তাই নয়, তার হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে ৭৫০ মিলিলিটারের একটি মদের বোতলও।
গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় নিখোঁজ হন আসামের এই জনপ্রিয় শিল্পী। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়। আকস্মিক এই ঘটনায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে তীব্র শোকের পাশাপাশি নানা সন্দেহও দানা বাঁধে। তবে সিঙ্গাপুর পুলিশের সাম্প্রতিক তদন্ত প্রতিবেদন সেই রহস্যের অনেকটাই ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছে।
নতুন এই তথ্য প্রকাশের পর জুবিন গার্গের মৃত্যু ঘিরে চলমান বিতর্ক নতুন করে আলোচনায় ফিরে এসেছে।
এসএসকে/

