সাবেক স্ত্রীর জন্মদিনেই বিয়ে করেন রাফসান সাবাব, যা বললেন রিমু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩
উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমানের বিয়ে ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বিষয়টি নিয়ে ভিন্ন এক আবেগী প্রতিক্রিয়া জানালেন ছোটপর্দার অভিনেত্রী রিমু রোজা খন্দকার। বুধবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি রাফসানের বিয়ের দিনটি ঘিরে উঠে আসা একটি সংবেদনশীল কাকতালীয় বিষয় তুলে ধরেন।
রিমু রোজা লেখেন, যেদিন রাফসান জীবনের সবচেয়ে খুশির দিন কাটাচ্ছেন, ঠিক সেই দিনটিই তার সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশার জন্মদিন। এই কাকতালীয় ঘটনাকে কেন্দ্র করে তিনি সাবেক স্ত্রীর অনুভূতির কথা ভেবে কষ্টের কথা জানান। রিমু রোজার ভাষ্য অনুযায়ী, একসময় এশা নিজেই বলেছিলেন, নিজের সংসার টিকিয়ে রাখতে তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন এবং স্বামীকেই জীবনের অগ্রাধিকার দিয়েছিলেন। তবুও সেই সম্পর্ক টিকেনি।

স্ট্যাটাসে রিমু রোজা আরও লেখেন, কেউ যখন মনস্থির করে চলে যাওয়ার, তখন কোনো ভালোবাসা বা স্মৃতি তাকে আটকে রাখতে পারে না। একইভাবে কেউ প্রতারণা করতে চাইলে, সে কোনো না কোনোভাবে সেটাই করে ফেলে— এমন মন্তব্যও করেন তিনি। তার মতে, ঠকে যাওয়ার কষ্ট শুধু সম্পর্ক হারানোর নয়, নিজের বিশ্বাস ভেঙে যাওয়ারও।

বিয়ের ধারণা নিয়েও মন্তব্য করেন রিমু রোজা। তিনি লেখেন, বিয়ে মানে শুধু দামি পোশাক, ঝলমলে আয়োজন বা ফটোগ্রাফি নয়— বিয়ের আসল মূল্য হচ্ছে কমিটমেন্ট ও দায়িত্ববোধ। সাজসজ্জা নয়, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা আর দায়বদ্ধতাই প্রকৃত ভালোবাসার প্রমাণ বলে মনে করেন তিনি।
স্ট্যাটাসের শেষ অংশে রিমু রোজা ইঙ্গিত দেন, রাফসানের ডিভোর্সের সময়ই অনেক নেটিজেন ও সাংবাদিক বিষয়টির পেছনের বাস্তবতা আন্দাজ করেছিলেন। সেই ধারণাই এখন সত্যি বলে মনে হচ্ছে— এমন কথাও লেখেন তিনি।
এই স্ট্যাটাস প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই রিমু রোজার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বলেও মন্তব্য করছেন।
এসএসকে/

