Logo

বিনোদন

‘শাকিব খান কখনোই স্টুপিড টাইপের কাজ করতে পারে না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ২২:০১

‘শাকিব খান কখনোই স্টুপিড টাইপের কাজ করতে পারে না’

দেশের অংশের শুটিং শেষ করে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম’- এর ইউনিটের। তবে নির্ধারিত সময়ে শুটিং শুরু না হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় নাকি শাকিব খানের বাড়তি পারিশ্রমিক চাওয়ার কারণে কাজ থমকে আছে।

এই গুঞ্জনকে সরাসরি অস্বীকার করেছেন ছবির প্রযোজক শিরিন সুলতানা। তিনি জানান, সিনেমাটির কাজ পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে এবং শুটিং বিলম্বের সঙ্গে শাকিব খানের কোনো আর্থিক দাবির সম্পর্ক নেই।

প্রযোজক বলেন, ‘শাকিব ভাইয়ের মতো একজন মেগাস্টারকে নিয়ে এ ধরনের কথা বলা একেবারেই ভিত্তিহীন। উনি কখনোই স্টুপিড টাইপের কাজ করতে পারেন না। তিনি ভীষণ সহানুভূতিশীল এবং নতুনদের সঙ্গে সব সময় সহযোগিতামূলক আচরণ করেন। আমাদের প্রজেক্টে কিছুটা সময় লেগেছে, এই সময় তিনি চাইলে অনেক কিছু বলতে পারতেন, কিন্তু বলেননি।’

শাকিব খানের সঙ্গে কাজ করার চাপ প্রসঙ্গে শিরিন সুলতানা বলেন, ‘দেশের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কাজ করলে স্বাভাবিকভাবেই একটা পেশাগত চাপ থাকে, তবে সেটার বাইরে কোনো সমস্যা নেই।’ সবকিছু সুন্দরভাবেই এগোচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

শ্রীলঙ্কায় শুটিং শুরু নিয়ে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যেভাবে জানানো হবে, সেভাবেই সবাইকে অবহিত করা হবে। এখন গুঞ্জন বেশি হওয়ায় নির্দিষ্ট তারিখ জানাতে চান না, তবে কাজ শুরু হলে দর্শকরা সবই জানতে পারবেন। তিনি আরও জানান, কিছুটা দেরি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। শতভাগ নিশ্চিতভাবেই সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাবে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খান অভিনয় করছেন নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের চরিত্রে। তার বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিণ। আরও অভিনয় করছেন সাবিলা নূর। টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর অংশগ্রহণের কথাও শোনা যাচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাকিব খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর