Logo

বিনোদন

নতুন প্রেমে মজেছেন দিশা পাটানি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ২১:১২

নতুন প্রেমে মজেছেন দিশা পাটানি

বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন খুব কমই ব্যক্তিগত থাকে। সামান্য হাসি, কাছাকাছি দাঁড়ানো কিংবা ক্যামেরায় ধরা পড়া এক ঝলক মুহূর্ত থেকেই শুরু হয় নানা জল্পনা। তেমনই একটি মুহূর্ত ঘিরে এবার নতুন করে আলোচনায় অভিনেত্রী দিশা পাটানি।

বলিপাড়ার অন্দরমহলে গুঞ্জন, নতুন সম্পর্কে জড়িয়েছেন দিশা। আর সেই সম্পর্কের কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় গায়ক তলবিন্দর সিং সিধু। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত দিশা বা তলবিন্দর— কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবু তাঁদের ঘিরে কানাঘুষার শেষ নেই।

এই গুঞ্জনের সূত্রপাত বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে। তারকাবহুল সেই আয়োজনে অতিথি হিসেবে হাজির ছিলেন দিশা পাটানি। তবে নজর কেড়েছে অনুষ্ঠানের একাধিক মুহূর্তে গায়ক তলবিন্দর সিং সিধুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ উপস্থিতি। কখনো পাশাপাশি বসে আলাপ, কখনো হাসিমুখে আড্ডা— সব মিলিয়ে দুজনের স্বচ্ছন্দ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হতে সময় লাগেনি।

অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেখান থেকেই শুরু হয় আলোচনা— এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কিছু? নেটিজেনদের কেউ বলছেন, দুজনের রসায়ন চোখে পড়ার মতো; আবার কেউ দাবি করছেন, এই সম্পর্ক নাকি বেশ কিছুদিন ধরেই ধীরে ধীরে গড়ে উঠছে। তবে আপাতত এসবই গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ, কারণ কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

দিশার প্রেমজীবন নতুন করে আলোচনায় আসাটা অবশ্য অস্বাভাবিক নয়। একসময় অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। একসঙ্গে সিনেমায় কাজ, প্রকাশ্যে বন্ধুত্ব ও পারিবারিক ঘনিষ্ঠতা— সব মিলিয়ে সেই সম্পর্ককে অনেকেই সিরিয়াস হিসেবেই দেখতেন। তবে ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংযত ছিলেন দিশা। কাজ, ফিটনেস আর নিজের জগতে ব্যস্ত থাকতে দেখা গেছে তাঁকে।

এই নীরবতার মধ্যেই হঠাৎ নতুন প্রেমের গুঞ্জন। ফলে প্রশ্ন উঠছেই—দিশা কি সত্যিই আবার প্রেমে পড়েছেন, নাকি এটি বলিপাড়ার চিরচেনা অতিরঞ্জন? নিশ্চিত করে কিছু বলা না গেলেও একটাই সত্য, দিশার ব্যক্তিগত জীবনের প্রতিটি অধ্যায় দর্শকের কৌতূহল বাড়ায়। নতুন এই গল্পও তাই এখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু।

এদিকে গুঞ্জন ছড়াতেই ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে দুজনের সম্পত্তি নিয়েও নানা বিশ্লেষণ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গায়ক তলবিন্দর সিং সিধুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। অন্যদিকে দিশা পাটানির সম্পত্তির অঙ্ক অনেকটাই বেশি— প্রায় ৭৫ কোটি টাকা। সম্পদের নিরিখে দুজনের ব্যবধানও তাই নতুন করে আলোচনায় এসেছে।


সব মিলিয়ে, দিশা পাটানিকে ঘিরে এই নতুন গল্পের শেষটা কী—তা জানতে অপেক্ষা এখন সময়ের।

এস‌এসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বলিউড দিশা পাটানি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর