Logo

বিনোদন

দীর্ঘদিন পর আবার সিনেমায় তমা মির্জা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:২০

দীর্ঘদিন পর আবার সিনেমায় তমা মির্জা

ঢালিউড অভিনেত্রী তমা মির্জাকে গত কিছুদিন সিনেমায় তুলনামূলক কম দেখা গেলেও অভিনয় দিয়ে তিনি বরাবরই আলোচনায় ছিলেন। গেল বছরে প্রেক্ষাগৃহে তার মাত্র একটি সিনেমা মুক্তি পেলেও শিহাব শাহীনের ‘দাগি’ দিয়েই দর্শক ও সমালোচকদের জবাব দিয়েছেন তিনি।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। সেই সময় তিনি মূলত গতানুগতিক নায়িকা চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন। তবে পরবর্তীতে রায়হান রাফীর হাত ধরে তার অভিনয়ের নতুন অধ্যায় শুরু হয়। ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’-তে ভিন্ন রূপে হাজির হয়ে দর্শকদের চমকে দেন তিনি। এরপর ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ এবং সর্বশেষ ‘দাগি’— সবগুলো কাজেই তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

নতুন বছরে এসে আবারও ব্যস্ত সময় কাটাতে যাচ্ছেন এই অভিনেত্রী। দুটি নতুন সিনেমায় কাজের মধ্য দিয়ে বড় পর্দায় নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন পরিচালক, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এবং নতুন সহশিল্পী— সব মিলিয়ে তমা মির্জার সামনে অপেক্ষা করছে এক নতুন চ্যালেঞ্জিং সময়।

নতুন বছরের যে দুটি সিনেমায় তমা মির্জাকে দেখা যাবে, তার একটি গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘জলযুদ্ধ’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা মোশাররফ করিম। অন্য সিনেমাটির পরিচালক হাসান মোরশেদ। তবে নির্মাতা এখনই সিনেমার নাম প্রকাশ করতে চান না। জানা গেছে, এই সিনেমায় তমার বিপরীতে থাকবেন শরীফুল রাজ।

পরিচালক সূত্রে জানা গেছে, একটি সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তমা মির্জা, অন্যটির ক্ষেত্রে মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। হাসান মোরশেদের সিনেমার শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা থাকলেও তমা ও রাজের অংশের শুটিং কিছুটা পরে হবে। অন্যদিকে দোদুল তার সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন; বেশিরভাগ শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করা হয়েছে।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাগুলো নিয়ে বিস্তারিত বলতে চাননি তমা মির্জা। তিনি বলেন, ‘দুটি সিনেমার গল্পই দুর্দান্ত। এমন গল্প ও পরিচালকের ভাবনার সঙ্গে যে কোনো অভিনেতাই যুক্ত হতে চাইবে। আপাতত এর বেশি কিছু বলতে চাই না। আনুষ্ঠানিকভাবে জানানো হলে সবাই সব জানতে পারবেন।’

এদিকে ওপার বাংলার নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজে ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতায় টানা নয় দিনের শুটিং করেছিলেন তমা মির্জা। সিরিজটি এখনও মুক্তি না পেলেও তা নিয়ে আশাবাদী অভিনেত্রী।

অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তমা বলেন, 'কলকাতার কোনো পরিচালকের সঙ্গে আগে কাজ না করায় শুরুতে একটু ভয় ছিল। তবে অভিজ্ঞতাটি ছিল অসাধারণ। তিনি যেমন দারুণ পরিচালক, তেমনি মানুষ হিসেবেও অনন্য। কাজের পরিবেশ ছিল গোছানো, সবাই জানত কে কী করবে।'
এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি বলেও জানান অভিনেত্রী।

এস‌এসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর