Logo

বিনোদন

নেটফ্লিক্সে ট্রাম্পের বিনিয়োগ ঘিরে বিতর্ক ও রহস্যের জট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:১২

নেটফ্লিক্সে ট্রাম্পের বিনিয়োগ ঘিরে বিতর্ক ও রহস্যের জট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিনিয়োগ ঘিরে হলিউড ও ওটিটি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিনোদন দুনিয়ার দুই প্রভাবশালী প্রতিষ্ঠান নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্সের প্রায় ১০ লাখ ডলার মূল্যের বন্ড এখন ট্রাম্পের মালিকানাধীন— এ তথ্য সামনে আসার পরই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

জানা গেছে, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্সের সম্ভাব্য বড় একীভূতকরণ নিয়ে যখন গুঞ্জন তুঙ্গে, ঠিক সেই সময়েই এই বিনিয়োগ করা হয়। সময়ের এই কাকতালীয় মিলই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

তবে হোয়াইট হাউস বিষয়টিকে রাজনৈতিক বা ব্যক্তিগত সিদ্ধান্তের ফল বলে মানতে নারাজ। তাদের দাবি, এটি একটি স্বয়ংক্রিয় বিনিয়োগ ব্যবস্থার অংশ, যেখানে পেশাদার ফান্ড ম্যানেজাররা বাজারের শীর্ষ কোম্পানিগুলোর তালিকা অনুসরণ করে বিনিয়োগ করেন। ফলে ট্রাম্পের ব্যক্তিগত পছন্দ বা মতামতের সঙ্গে এই লগ্নির সরাসরি কোনো যোগসূত্র নেই।

শুধু বিনোদন খাতেই নয়, ট্রাম্পের বিনিয়োগ ছড়িয়ে রয়েছে বোয়িং, জেনারেল মোটরসসহ একাধিক বড় করপোরেট ও সরকারি বন্ডেও। সব মিলিয়ে এটি একটি স্বাভাবিক ব্যবসায়িক প্রক্রিয়া বলেই দাবি করা হচ্ছে।

তবুও প্রশ্ন থেকে যাচ্ছে— হলিউড ও ওটিটি জগতের সঙ্গে ট্রাম্পের এই আর্থিক সংযোগ কি নিছক বিনিয়োগ, নাকি এর পেছনে রয়েছে কোনো দীর্ঘমেয়াদি রাজনৈতিক বা কৌশলগত বার্তা? আপাতত এর স্পষ্ট উত্তর না মিললেও, বিনোদন শিল্পের অন্দরমহলে এই বিনিয়োগ ঘিরে জল্পনা-আলোচনা থামার কোনো লক্ষণ নেই।

এস‌এসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হলিউড ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর