বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার আলোচিত আইটেম গান ‘আজ কি রাত’ ইউটিউবে পেরিয়েছে এক বিলিয়ন ভিউয়ের মাইলফলক। এই অসাধারণ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।
রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা ‘স্ত্রী ২’-এ আইটেম গান হিসেবে ব্যবহার করা হয় ‘আজ কি রাত’।
গানটিতে তামান্নার নাচ দর্শকদের কাছে আলাদা মাত্রা যোগ করে, যা মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। এক বিলিয়ন ভিউ অতিক্রমের খবর জানিয়ে ইনস্টাগ্রামে তামান্না লেখেন, 'প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ— এই ভালোবাসার জন্য ধন্যবাদ।'
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর-সংগীতের দায়িত্বে ছিলেন জনপ্রিয় জুটি শচীন-জিগর। মুক্তির পরপরই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, আর তামান্নার প্রাণবন্ত নাচ গানটিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়।
এর আগে এক সাক্ষাৎকারে গানটি নিয়ে মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছিলেন তামান্না। তিনি জানান, অনেক মা তাকে বলেছেন—এই গান না চালালে তাদের সন্তান খাবার খেতে চায় না। তামান্নার কথায়, 'শিশুরা হয়তো গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তারা দারুণ উপভোগ করে।'
এদিকে তামান্না ভাটিয়া এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘ভিভিএএন : ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রস্তুতিতে। দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই পৌরাণিক আবহের থ্রিলারে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। আগামী ১৫ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমাটির শুটিংয়ের কিছু অদেখা মুহূর্ত সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তামান্না। সেখানে কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলির সঙ্গে মনিটরে নিজের নাচ দেখার দৃশ্য যেমন রয়েছে, তেমনি দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানার সঙ্গে নাচের আনন্দময় মুহূর্তও।
এসএসকে/

