Logo

বিনোদন

ঢাকার তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ২০:৫১

ঢাকার তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’

নাট্যপ্রযোজনা প্রতিষ্ঠান নিনাদের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’ আবারও মঞ্চে ফিরছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে ঢাকা শহরের তিনটি আলাদা ভেন্যুতে মোট চারটি প্রদর্শনী নিয়ে নাটকটি উপস্থাপিত হবে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত এই মঞ্চনাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০২৫ সালের অক্টোবরে।

প্রথম পর্যায়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর নতুন বছরে নাটকটি আবারও ভিন্ন ভিন্ন পরিসরে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী জানুয়ারির দ্বিতীয়ার্ধে ১৮ ও ১৯ জানুয়ারি সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে, ২৩ জানুয়ারি বনানীর সাতোরি একাডেমি অব আর্টসে এবং ৩০ জানুয়ারি তেজগাঁওয়ের আলোকি এলাকার শালা_নেইবারহুড আর্ট স্পেসে নাটকটি মঞ্চস্থ হবে। প্রতিটি প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।

ফরাসি নাট্যকার জঁ ককতো রচিত একাঙ্কিক ও একক চরিত্রের এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল ১৯৩০ সালে। গল্পের কেন্দ্রে রয়েছেন একজন নারী, যিনি তার প্রেমিকের সঙ্গে শেষবারের মতো টেলিফোনে কথা বলছেন। পরদিনই প্রেমিক অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছেন— এই বাস্তবতায় শেষ কথোপকথনে ধরা পড়ে নারীর হৃদয়ভঙ্গ, পরিত্যক্ত হওয়ার বেদনা এবং মানসিক অস্থিরতার গভীর চিত্র।

নাটকটি বাংলায় অনুবাদ ও রূপান্তর করেছেন প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ। তিনিই নির্দেশক হিসেবে নাটকের মঞ্চভাবনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছেন। থিয়েটার, শিক্ষা, লেখালেখি ও অনুবাদ— এই চার ক্ষেত্রেই ১৭ বছরের বেশি সময় ধরে কাজ করে আসছেন তিনি।

মঞ্চে একক চরিত্রটিকে জীবন্ত করে তুলছেন অভিনেত্রী সাদিকা স্বর্ণা। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। দীর্ঘদিনের থিয়েটার চর্চা, চারুকলা অনুষদে পড়াশোনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পাওয়া আবেগী পরিপক্বতা তার অভিনয়ে যোগ করেছে মনস্তাত্ত্বিক গভীরতা— যা ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চরিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নাটকটি নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে নির্দেশক প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেন, “এখন নাটককেই দর্শকের কাছে যেতে হবে। দর্শককে একটি নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখলে মঞ্চনাটকের বিস্তার সম্ভব নয়। থিয়েটার চর্চা যদি ছোট সার্কেলের মধ্যে আটকে যায়, তাহলে ভবিষ্যতে দর্শক সংকট আরও বাড়বে। সেই চিন্তা থেকেই আমরা নাটকটিকে এমনভাবে ডিজাইন করেছি, যাতে এটি অডিটরিয়ামের পাশাপাশি গ্যালারি বা বিকল্প পরিসরেও মঞ্চস্থ করা যায়।”

এই দর্শন থেকেই ‘দ্য হিউম্যান ভয়েস’ এবার ঢাকার ভিন্ন ভিন্ন নাট্যপরিসরে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে।

এস‌এসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর