অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের সাম্প্রতিক মন্তব্য বলিউডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত আট বছরে তার কাজ আগের তুলনায় কমে গেছে এবং এর পেছনে ‘হয়তো সাম্প্রদায়িক কারণ’ কাজ করে থাকতে পারে। তার এই বক্তব্যের পরপরই শিল্পী ও বিশ্লেষকদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা।
এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, রাহমানের কাজ কমে যাওয়ার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো যোগসূত্র আছে বলে তিনি মনে করেন না।
জাভেদ আখতার বলেন, “আমি কখনো এমন কিছু অনুভব করিনি। মুম্বাইয়ে যাদের সঙ্গে আমি মিশি, সবাই এ আর রাহমানকে অসম্ভব সম্মান করে। অনেকেই মনে করেন, তিনি এখন আন্তর্জাতিক পর্যায়ে খুব ব্যস্ত— বিদেশে কনসার্ট, নানা প্রকল্পে জড়িত। তাই হয়তো অনেক প্রযোজক ভাবেন, তিনি সময় দিতে পারবেন না। আবার তিনি এত বড় মাপের মানুষ যে, ছোট প্রযোজকরাও প্রস্তাব দিতে গিয়ে দ্বিধায় পড়েন। কিন্তু এর সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও যোগ করেন, “রাহমান বলিউডে কেন কাজ করবেন না? অবশ্যই করবেন। তিনি এখানকারই একজন।”
এ বিষয়ে সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন তুলনামূলক সংযত ভঙ্গিতে শিল্পজগতের কাঠামোগত সমস্যার দিকে ইঙ্গিত করেন। তার মতে, অনেক সময় যিনি সুর তৈরি করেন আর যিনি সিদ্ধান্ত নেন সেই গান বাজারে আসবে কি না— এই দুজন এক ব্যক্তি হন না। ফলে সৃজনশীল শিল্পীদের প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ফারাক তৈরি হয়।
গায়ক শানও নিজের অভিজ্ঞতার আলোকে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, “দীর্ঘদিন কাজ করার পরও এমন সময় আসে, যখন কাজ পাওয়া যায় না। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকে। রহমান সাহেব যে কাজই করেন, সেখানে তার স্বাক্ষর থাকেই। তিনি একজন অসাধারণ সুরকার।”
শান স্পষ্ট করে জানান, সংগীত জগতে সাম্প্রদায়িক পক্ষপাত কাজ করে—এমনটা তিনি বিশ্বাস করেন না। উদাহরণ হিসেবে তিনি ইঙ্গিত দেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খানের দিকে, যারা তিন দশকের বেশি সময় ধরে শীর্ষে রয়েছেন।
এই সুরেই কথা বলেন ভজনসম্রাট অনুপ জলোটা। তার ভাষায়, “রাহমান পাঁচ বছরে যা করেছেন, অনেকেই তা পঁচিশ বছরেও করতে পারেন না। মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে।”
উল্লেখ্য, এর আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রাহমান নিজেই বলেছিলেন, তিনি সরাসরি কখনো বৈষম্যের শিকার হননি। তবে ইন্ডাস্ট্রির ক্ষমতার কাঠামো বদলে যাওয়ায় কাজের সুযোগে প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সব মিলিয়ে, রাহমানের মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কে একদিকে যেমন শিল্পজগতের বাস্তবতা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে জাভেদ আখতারসহ একাধিক তারকার বক্তব্যে স্পষ্ট—বলিউডে তার অবস্থান নিয়ে সাম্প্রদায়িক প্রশ্ন তোলা নিয়ে সবাই একমত নন।
এসএসকে/

