বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত আবারও বিতর্কের কেন্দ্রে। স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত কঙ্গনা এবার তীব্র ভাষায় আক্রমণ করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি রহমানকে ‘পক্ষপাতদুষ্ট ও ঘৃণ্য মানুষ’ বলে মন্তব্য করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে বলেন, গত আট বছরে ধাপে ধাপে অনেক কাজ হাতছাড়া হয়েছে তার। এর পেছনে তিনি বলিউডের ভেতরে চলমান বিভাজনের রাজনীতি এবং ধর্মীয় মেরুকরণকে ইঙ্গিত করেন। রহমানের দাবি, দেশের ক্ষমতার কেন্দ্রগুলো এখন সৃজনশীল মানুষের হাতে নেই, আর সেই বাস্তবতার ফলেই তিনি কাজ হারাচ্ছেন। যদিও কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তবে এমন কথাবার্তা তার কানে এসেছে বলেও জানান।
রহমানের এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কঙ্গনা রানাউত। তিনি দাবি করেন, বিজেপিকে সমর্থন করার কারণে নিজেও ইন্ডাস্ট্রিতে বৈষম্যের শিকার হয়েছেন। এরপর রহমানকে উদ্দেশ করে কঙ্গনা লেখেন, 'আমি বলতে চাই, আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট ও ঘৃণ্য মানুষ আমি দেখিনি। হিংসা আর বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।'
কঙ্গনার আরও অভিযোগ, রহমান যে কাজ হারানোর কথা বলছেন, তা একেবারেই অযৌক্তিক। তার মতে, বরং রহমান নিজেই নিজের পছন্দের বাইরে অন্যদের সুযোগ দিতে চান না।
উল্লেখ্য, সাড়ে তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এ আর রহমান ভারতীয় সংগীতজগতের শীর্ষস্থান দখল করেছেন। বলিউড ও দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমানভাবে প্রশংসিত। তবে শিল্প-সংস্কৃতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে, যার তীব্র প্রতিক্রিয়া হিসেবে কঙ্গনার এই আক্রমণ সামনে এলো।
এসএসকে/

