ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এই সময়ে ব্যস্ত সময় পার করছেন। দর্শকরা তার অভিনীত নাটক দেখার পাশাপাশি পায়েলের ব্যক্তিজীবন নিয়েও বেশ আগ্রহী। নানা সময়ে কেয়া পায়েলের নামে প্রেমের গুঞ্জনও ওঠে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে কার সঙ্গে প্রেম করছেন কেয়া পায়েল।
সম্প্রতি অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়ে উঠেছিল। শুধু তাই নয়, অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে তার ‘প্রেম’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছিল।
কেয়া পায়েল নিজেও ফেসবুকে সেসব মন্তব্য পড়েছেন বলে জানান। তিনি নাকি এতে মজাও পেয়েছেন।
এ বিষেয়ে কেয়া পায়েল বলেন, ‘ফেসবুক এখন যে কোনো কাজের প্রচারণার বড় অংশ। নতুন কাজ মুক্তির আগে দর্শককে সেটি দেখানো গুরুত্বপূর্ণ। প্রতিটি কাজের আগে আমি এবং ওই শিল্পীর ছবি বা পোস্ট দেখানো হয়। যেখানে আমি তার প্রেমিকা, সেখানে ক্যাপশনও রোমান্টিক হয়। দর্শক এমন জুটি পছন্দ করেন, আর তাই ফেসবুকে লেখা হয়।’
কেয়া স্পষ্ট করেছেন, তিনি ফেসবুকের এই মন্তব্যগুলোকে বিনোদন হিসেবে দেখেন এবং কাজের প্রচারণার অংশ হিসেবে গ্রহণ করেন। তবে ঠিক কারও সঙ্গে প্রেম আছে কিনা বিষয়টি একদমই এড়িয়ে গিয়েছেন তিনি।
এসএসকে/

