বাঁধন কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? জবাবে যা বললেন এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২১:৫০
এই সময়ে নানা কারণে আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সম্প্রতি জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা নেওয়ায় এবং তরুণ রাজনৈতিক নেতাদের সঙ্গে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর কারণে তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়ার গুঞ্জন শুরু হয়। নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)-তে তার নামও আলোচনায় আসে।
তবে বাঁধন স্পষ্ট জানিয়েছেন, ‘আমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। নতুন দলের সঙ্গে পরিচিত অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তবে তার মানে এই নয় যে আমি কোনো দলের সঙ্গে যুক্ত হচ্ছি।’
অভিনেত্রী বর্তমানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সম্প্রতি রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শুটিং শেষ করেছেন। এছাড়া রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার রটারড্যাম’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাচ্ছে, রটারড্যাম চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কমপিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এদিকে তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বাঁধন। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।
এসএসকে/

