Logo

বিনোদন

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৪:২৯

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় ও কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই ইলিয়াস জাভেদ অসুস্থ ছিলেন। আজ দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তার আত্মার শান্তির জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

পরবর্তীতে তার স্ত্রী, চিত্রনায়িকা ডলি চৌধুরীও মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, সকালে নার্স এসে শারীরিক অবস্থার অবনতি দেখলে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই জাভেদের চিকিৎসা চলছিল, তবে মৃত্যুর আগে তিনি বাসাতেই ছিলেন।

ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। পাশাপাশি তার হার্টের জটিলতাও ছিল। এর আগে তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

চিত্রনায়ক ইলিয়াস জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। তিনি ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে পরিবারসহ পাঞ্জাবে চলে যান। নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করলেও পরে নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান। ওই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা। তার নাম ‘জাভেদ’ রাখেন খ্যাতিমান পরিচালক মুস্তাফিজ।

ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ইলিয়াস জাভেদ। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে মালেকা বানু, নিশান, পাপী শত্রু, রক্ত শপথ, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, অনেক দিন আগে, আজও ভুলিনি, কঠোর, মা বাবা সন্তান, রাখাল রাজা, রসের বাইদানি, জীবন সঙ্গী ও আবদুল্লাহ। এর মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

১৯৮৪ সালে তিনি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

ইলিয়াস জাভেদের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী ও ভক্তরা এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর