Logo

বিনোদন

চার নায়কের সঙ্গে প্রাণবন্ত আড্ডা শাবনূরের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ২৩:২৩

চার নায়কের সঙ্গে প্রাণবন্ত আড্ডা শাবনূরের

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। পরিবারের একাধিক সদস্য সেখানে থাকায় সিডনিতেই তাঁর নিয়মিত সময় কাটে। সম্প্রতি কয়েক মাসের জন্য বাংলাদেশে এসে ঘোরাঘুরি করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে।


বাংলাদেশে না এসে শাবনূরের গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে। জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তাঁর একমাত্র ছেলে আইজান নেহানের। ছেলের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।


যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের সঙ্গে দেখা হয়েছে দেশের চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখের। সমসাময়িক তারকাদের মধ্যে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফসহ চার নায়কের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাঁকে।


এ সময় অভিনেতা জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’


ছবিটি প্রকাশের পর নেটিজেনদের মন্তব্যে ভরে ওঠে টাইমলাইন। একজন লেখেন, ‘শাবনূর মানেই আলাদা এক মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা। তিনি বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য।’ আরেকজনের মন্তব্য, ‘শাবনূরকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে—কি নির্মল হাসি, কি শান্ত উপস্থিতি।’


প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাবনূর। আরও কয়েকদিন সেখানে থাকবেন বলেও জানা গেছে।

এস‌এসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাবনূর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর