Logo

বিনোদন

‘অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৬:২৯

‘অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো’

ঢালিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী শাকিবা বিনতে আলী ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেন। তবে তার পরিচিতি আসলে এনে দিয়েছিল প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘জীবনের গ্যারান্টি নেই’। এরপর প্রায় ৪০টির মতো সিনেমায় অভিনয় করে শাকিবা দর্শকদের মনে নিজেকে আরও জনপ্রিয় করে তোলেন।

শাকিবা একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন এবং চিত্রনায়ক মান্না ও শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। এইভাবে অল্প সময়েই তিনি ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি চলচ্চিত্রের থেকে দূরে সরে যান এবং দীর্ঘ সময় তাকে মিডিয়ায় খুঁজে পাওয়া যায়নি।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শাকিবা আবার আলোচনায় আসেন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, শাকিবা নতুন জীবন শুরু করেছেন— তিনি বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে। সোমবার (১৯ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সামাজিক মাধ্যমে বিয়ের সাজে ফ্রেমবন্দি হওয়া ছবি পোস্ট করেছেন শাকিবা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো।’

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর