Logo

বিনোদন

বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের পথচলা শুরু

ফোরামের আহবায়ক মুকিত জাকারিয়া, সদস্য সচিব জিয়া উদ্দিন আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ২০:৪৫

ফোরামের আহবায়ক মুকিত জাকারিয়া, সদস্য সচিব জিয়া উদ্দিন আলম

ঢাকায় অবস্থানরত বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর) এর সাংস্কৃতিক কর্মীদের নিয়ে আত্মপ্রকাশ হয়েছে ‘বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম-BNSF’

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার মগবাজার মিডিয়া গলি সংলগ্ন একটি রেষ্টুরেন্টে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম-BNSF সংগঠনের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এর আগে মগবাজারে সংগঠনের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছিল। প্রথম মিটিং ও ২য় মিটিংয়ে সবার সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্মে আগামী ৬ মাসের জন্য প্রাথমিকভাবে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।  

এ সংগঠনের মূল লক্ষ এবং উদ্দেশ্য হলো বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক কর্মীদের এক ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ ভাবে সংস্কৃতি বিকাশ, নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং সর্বোপরি বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক কর্মীদের সুখে দুঃখে পাশে থাকা। 

এ কমিটিতে জনপ্রিয় অভিনয় শিল্পী ও নোয়াখালী বেগমগঞ্জ হাজীপুর মিয়া বাড়ির কৃতি সন্তান মুকিত জাকারিয়াকে আহবায়ক করা হয়। সদস্য সচিব করা হয় গীতিকার, সাংবাদিক ও নাট্য নির্মাতা ‘জিয়া উদ্দিন আলম’কে। যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হন জহির আব্বাস চৌধুরী (অভিনয় শিল্পী),  নাহিদুর রহমান (নাট্য প্রযোজক), ফেরারী ফরহাদ (নাট্যকার, গীতিকার ও লেখক চলচ্চিত্র) ও তানভীর মাসুদ (অভিনয় শিল্পী)। 

কমিটির সদস্য হিসেবে যারা নির্বাচিত হন, তারা হলেন-

আহসান আলমগীর (নাট্যকার), শাহ নেওয়াজ সজীব (নাট্য নির্মাতা), ফাতেমা তুজন জহুরা ঐশী (সঙ্গীত শিল্পী) , এন আই বুলবুল (গীতিকার ও সাংবাদিক), ইয়াসমিন লাবণ্য (সঙ্গীত শিল্পী), সেলজুক তারিক (অভিনয় শিল্পী), মো. জহিরুল হক (অভিনয় শিল্পী), নাসিমা আক্তার (সাংস্কৃতিক সংগঠক), আরাবী নোমান (অভিনয় শিল্পী), হামিদ রনি (নাট্য নির্মাতা ও সাংবাদিক), মো. ওমর চৌধুরী (নাট্য নির্মাতা), পারভেজ মোল্লা (নির্মাতা), ইকরামুল হক (চলচ্চিত্র প্রযোজক), ওয়াহিদ চৌধুরী (নাট্য নির্মাতা), আলাউদ্দিন হক (সঙ্গীত পরিচালক), নাসির উদ্দিন (অভিনয় শিল্পী)।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর