রিচি সোলায়মানকে যে কারণে ‘মুরগি মুন্নী’ বলে ডাকা হয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:১১
আজ ২৩ জানুয়ারি জনপ্রিয় অভিনয়শিল্পী রিচি সোলায়মানের জন্মদিন। এ বছর তিনি দেশে অবস্থান করায় বিশেষ দিনটি উদযাপন করছেন ঢাকায়। বিয়ের পর দীর্ঘদিন ধরে আমেরিকা ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের মধ্যেই সময় কেটেছে তার। সন্তানদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির টান আরও গভীর করতে পাঁচ বছর আগে ছেলে রায়ান ও মেয়ে ইলমাকে দেশের একটি স্কুলে ভর্তি করান তিনি।
২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেন রিচি সোলায়মান। সম্প্রতি স্বামী, সন্তান ও পারিবারিক জীবনের নানা অজানা গল্প তিনি শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের অষ্টম পর্বে।
এই বিশেষ পর্বটি ২৪ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে রিচি সোলায়মান বলেন, ‘আমেরিকায় সব কাজ নিজেরাই করতে হয়। কখনো কখনো একসঙ্গে ৭০-৮০ জনের জন্য রান্না করেছি। ঈদের সময় ৬০-৬৫টি পরোটাও ভাজতে হয়েছে। সবই আনন্দ নিয়ে করি।’
তিনি আরও বলেন, তার ডাকনাম মুন্নী। হাতের রান্না, বিশেষ করে চিকেন ডিশ বেশ জনপ্রিয় হওয়ায় মজা করে অনেকেই তাকে ‘মুরগি মুন্নী’ নামে ডাকেন।
পডকাস্টে রিচি সোলায়মান জানান, কিছুদিন আগে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে ওমরাহ পালন করতে গিয়েছিলেন। সেখানে এক বিশেষ মানুষের জন্য মন খুলে দোয়া করেছেন তিনি। সেই বিশেষ মানুষ কে— তা জানা যাবে এই পর্বেই। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
এসএসকে/

