Logo

বিনোদন

অস্কারের ইতিহাসে নতুন রেকর্ড, ১৬ শাখায় মনোনয়ন পেয়ে শীর্ষে হরর সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭

অস্কারের ইতিহাসে নতুন রেকর্ড, ১৬ শাখায় মনোনয়ন পেয়ে শীর্ষে হরর সিনেমা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে ইতিহাস গড়লো ভ্যাম্পায়ার হরর ঘরানার সিনেমা ‘সিনার্স’। একক সিনেমা হিসেবে ১৬টি ভিন্ন বিভাগে মনোনয়ন পেয়ে অস্কারের পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে পরিচালক রায়ান কুগলারের এই সৃষ্টি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অভিনেতা ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান চূড়ান্ত মনোনীতদের তালিকা ঘোষণা করেন। এবারের তালিকায় ১৬টি মনোনয়ন নিয়ে ‘সিনার্স’ শীর্ষে থাকলেও শক্ত অবস্থানে রয়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত থ্রিলার সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সিনেমাটি ১৩টি শাখায় মনোনীত হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ৯টি করে এবং ‘হ্যামনেট’ ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

‘সিনার্স’ সিনেমার বিশেষত্ব হলো এটি একইসঙ্গে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ প্রায় সব ক্যাটাগরিতে লড়াই করছে। উত্তর আমেরিকার বক্স অফিসে আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন মাইকেল বি জর্ডান।

এবারের সেরা সিনেমার দৌড়ে আরও রয়েছে ‘বুগোনিয়া’, ‘এফ-ওয়ান’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ‘ট্রেন ড্রিমস’। বিশ্ব চলচ্চিত্রের নজর এখন আগামী ১৫ মার্চের দিকে। সেদিন হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সোনালি এই ট্রফি।


ডিআর/এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর