Logo

বিনোদন

নয়ক হিরণের বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা, দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৫

নয়ক হিরণের বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা, দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে

কলকাতার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবার আইনি লড়াইয়ে রূপ নিয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে করার অভিযোগে এই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কলকাতার আনন্দপুর থানায় হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা এই অভিযোগ জানান।

মামলার নথিতে অনিন্দিতা অভিযোগ করেছেন, হিরণ তাকে দীর্ঘ সময় ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন। সেই সঙ্গে বিবাহিত অবস্থায় অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগও তুলেছেন তিনি। অনিন্দিতার দাবি, গত ছয় মাস আগেও হিরণ তাদের সঙ্গে একই বাড়িতে ছিলেন। যদি এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়, তবে এই অভিনেতাকে কারাবাসও ভোগ করতে হতে পারে। তবে এই স্পর্শকাতর বিষয়ে হিরণ চট্টোপাধ্যায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

এই ঘটনার সমান্তরালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন হিরণের দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরি। গত বুধবার রাতে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, হিরণের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক গত পাঁচ বছরের। হৃতিকার ভাষ্য অনুযায়ী, হিরণ অনেক আগেই অনিন্দিতাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন এবং তারা পাঁচ বছর আগেই বিয়ে করেছেন।

প্রথম স্ত্রীর দাবির বিপরীতে হৃতিকা আরও জানান, হিরণ গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনিন্দিতার বাড়িতে ছিলেন। তবে হৃতিকা জানায় এই তথ্য ভুল। যদিও পোস্টটি করার কিছুক্ষণ পরই সেটি সরিয়ে ফেলেন হৃতিকা। আইনি এই জটিলতায় হিরণের রাজনৈতিক ও পেশাগত জীবনে কেমন প্রভাব পড়ে, এখন সেটিই দেখার বিষয়।


ডিআর/এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর