যৌন হয়রানির শিকার হয়ে ক্ষোভ ঝাড়লেন বলিউড অভিনেত্রী মৌনী রায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫
বলিউড অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি হরিয়ানার করনালে একটি অনুষ্ঠানে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। মঞ্চে পারফরম্যান্স চলাকালীন কিছু পুরুষ দর্শক তার সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে জানিয়েছেন তিনি।
মৌনী তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, মঞ্চে ওঠার সময় ছবি তোলার অজুহাতে কয়েকজন পুরুষ তার কোমরে হাত দেন। তিনি ভদ্রভাবে অনুরোধ করলে তারা তা মেনে নেননি। অভিযোগ অনুযায়ী, এই ব্যক্তিদের মধ্যে দু’জন প্রায় তার দাদুর বয়সের।
মঞ্চে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দুই ব্যক্তি অশ্লীল মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি শুরু করেন। মৌনী ভদ্রভাবে তাদের থামানোর চেষ্টা করলেও তারা বিরক্ত হয়ে তাকে গোলাপ ফুল ছুঁড়ে মারতে শুরু করে। এছাড়া তারা মঞ্চের নিচ থেকে অশালীন অ্যাঙ্গেলে ভিডিও করছিলেন।
মৌনী বলেছেন, তিনি মানসিকভাবে গভীরভাবে আঘাতপ্রাপ্ত। ‘আমার মতো একজন প্রতিষ্ঠিত শিল্পী যদি এমন পরিস্থিতির মুখোমুখি হয়, তাহলে নতুন অভিনেত্রীদের কী হয় তা কল্পনা করা যায় না। আমি অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত। এ ধরনের অগ্রহণযোগ্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিল্পীরা সৎভাবে নিজেদের কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। যদি এই ব্যক্তিরা নিজের পরিবার বা মেয়েদের সঙ্গে এমন আচরণ দেখতে পেত, তারা কী করত? আমি আমার দেশ, মানুষ আর সংস্কৃতিকে ভালোবাসি। কিন্তু আমার সঙ্গে এমন আচরণ কেন?’
উল্লেখ্য, মৌনী রায় অভিনয়জগতে যাত্রা শুরু করেন টেলিভিশন ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’-দিয়ে। সম্প্রতি সঞ্জয় দত্ত ও সানি সিংয়ের সঙ্গে ‘দ্য ভূতনি’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ‘সলাকার’-এও দেখা গেছে।
এসএসকে/

