Logo

বিনোদন

ভ্যালেন্টাইন্স ডে’তে আসছে ‘গানের মানুষ মাশরুর’-এর নতুন গান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫

ভ্যালেন্টাইন্স ডে’তে আসছে ‘গানের মানুষ মাশরুর’-এর নতুন গান

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী মাশরুর হোসেন। আগামী ১৩ ফেব্রুয়ারি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গানের মানুষ মাশরুর’-এ প্রকাশ পাবে গানটি। 

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মাশরুর হোসেন নিজেই, প্রোগ্রামিংয়ে আছেন ভারতের কৌস্তভ শর্মা। গানটির কথা লিখেছেন গীতিকবি ইকবাল রাশেদ ইকু এবং ভিডিও নির্মাণ করা হয়েছে আধুনিক ও গল্পনির্ভর ২ডি অ্যানিমেশন আঙ্গিকে। ভিডিওটি নির্মাণ করেছেন তানিসা ফিফা। ভিডিও নির্দেশনা ও পোস্টার ডিজাইন করেছেন সঙ্গীতশিল্পী মাশরুর হোসেন নিজেই।

গানটির কথায় উঠে এসেছে প্রেম, প্রকৃতি ও মনের ভেতরের সূক্ষ্ম অনুভূতির গল্প। গানের দৃশ্যে দেখা যাবে ভোরবেলার স্বপ্নময় আবহ, জলপরী ও তার রাজ্যের এক এক্সপেরিমেন্টাল কল্পলোক। একাকীত্ব, অপেক্ষা ও দূরত্বের মাঝেও ভালোবাসার সুর ধরা পড়েছে গানটির কথায়। ভালোবাসা দিবসের একটি ভিন্নধর্মী প্রেমের গান হিসেবে এটি দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


এ প্রসঙ্গে মাশরুর হোসেন বলেন, ‘ইকবাল রাশেদ ইকু একজন আন-অর্থোডক্স গীতিকবি। আমার ছোট্ট পথচলায় খুব কম গীতিকবিকেই পেয়েছি যাদের লেখা এতটা গভীর। এর আগে আমরা ‘বৃষ্টি এবং তুমি’ ও ‘অসুখ’ গান দুটি করেছি। এটি আমাদের তৃতীয় কাজ। ইকুর কথাকে জীবন্ত করে তুলতে আমি সুর এবং সঙ্গীতের মাধ্যমে চেষ্টা করেছি কেবল আর এই চেষ্টায় আমার সহযোদ্ধা ছিলেন ভারতের কৌস্তভ শর্মা।’


ইকবাল রাশেদ ইকু ও গানের মানুষ মাশরুর তথা মাশরুর হোসেন— বাংলাদেশের আধুনিক গানের দুই গুরুত্বপূর্ণ সৃজনশীল নাম। মাশরুরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে গীতিকবি হিসেবে ইকু উপহার দিয়েছেন ‘অসুখ’, ‘নীল গিটার (অপ্রকাশিত)’ ও ‘বৃষ্টি এবং তুমি’-এর মতো মানসম্মত গান, যা ইতিমধ্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পর শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় শিগরিই প্রকাশ পাচ্ছে তাদের আইকনিক গান ‘জলপরী’।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলা গান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর