Logo

বিনোদন

২৭ বছর পর একসঙ্গে গান করলেন তারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২০:৫০

২৭ বছর পর একসঙ্গে গান করলেন তারা

সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর আবারও কণ্ঠ দিলেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের গানে। অবাক করা ঘটনা হলেও সত্য যে দীর্ঘ ২৭ বছর পর তারা একসঙ্গে গান করলেন। 

নব্বইয়ের দশকে ‘আসামি বধূ’ সিনেমার ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ গানে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেই গানের সুর করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক আলম খান।

দীর্ঘ বিরতির পর এবার প্রথমবারের মতো মিল্টন খন্দকারের লেখা ও সুর করা একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন আঁখি আলমগীর। গানটির শিরোনাম ‘জোড়া শালিক’। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’র জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে গানটি।

সম্প্রতি ‘বৈঠকখানা’র শুটিংয়ে অংশ নেন মিল্টন খন্দকার ও আঁখি আলমগীর। সেখানেই গানটির অংশবিশেষ রেকর্ড করা হয়। এ উপলক্ষে মিল্টন খন্দকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুষ্ঠানের সেট থেকে একটি ছবি শেয়ার করেন।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এতদিন আঁখিকে দেখলেই বলতাম— তোমার সঙ্গে গানের কাজ করাটাই বাকি! এখন আর সে কথা বলতে হবে না। আঁখি আমার কথা ও সুরে একটি গান গেয়েছে। যে মুহূর্তে আঁখি ভয়েস দিল, আমার মরা গানের দেহে প্রাণ ফিরে এলো। মনে হলো— আমি সত্যিই একটি অসাধারণ গান করেছি।’

এ বিষয়ে আঁখি আলমগীর বলেন, ‘মিল্টন খন্দকার ভাইয়ের লেখা ও সুরে বিটিভির বৈঠকখানা অনুষ্ঠানে গান গাইলাম। এটা কোনো মরা গান নয়, বরং ভীষণ তরতাজা ও জীবন্ত একটি গান। গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলা গান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর