ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি অনুষ্ঠানে অপমান ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্ধারিত সময়ের কিছুটা পরে অনুষ্ঠানে পৌঁছানোয় শো চলাকালীনই তাঁকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়— এমন অভিযোগ তুলে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্তে নিয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই ঘটনার মুখে পড়েন মিমি। অভিনেত্রীর দাবি, প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছানোর পর তিনি মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে কথা বলা ও পারফরম্যান্স শুরু করেছিলেন। তবে হঠাৎ করেই কোনো পূর্বঘোষণা ছাড়াই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। দেরিতে আসার বিষয়টি তুলে ধরে তাকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছবি তুলতে অপেক্ষায় থাকা দর্শকদেরও সরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে মিমি লেখেন, ‘মঞ্চে অসম্মান কখনো বরদাশত করার মতো নয়।’ তার বক্তব্য, এ ধরনের আচরণের প্রতিবাদ না হলে ভবিষ্যতে শিল্পীদের সঙ্গে এমন ঘটনা আরও ঘটতে পারে।
অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, চুক্তি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে মিমির অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি রাত সাড়ে ১১টার পর আসেন। এতে দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে জানান আয়োজকেরা।
এ ঘটনায় তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর নাম আলোচনায় এলেও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এসএসকে/

