Logo

বিনোদন

৩০-এর বেশি তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০০:৩৪

৩০-এর বেশি তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ অবশেষে মুক্তির তারিখ পেয়েছে। সিনেমাটির কাজ শেষ হলেও একাধিকবার মুক্তি পিছিয়ে গিয়েছিল। নির্মাতারা মঙ্গলবার জানান, আগামী ২৬ জুন ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

আহমেদ খান পরিচালিত সিনেমাটিতে রয়েছে ৩০-এর বেশি তারকার বিশাল কাস্ট। অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জনি লিভার, আফতাব শিবদাসানি, লারা দত্ত, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, ডালার মেহেন্দি, ফারিদা জালাল, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, উর্বশী রাউতেলাসহ আরও অনেক পরিচিত মুখ।

গত বছরের নভেম্বরে সিনেমার সেট থেকে দিশা পাটানির সঙ্গে একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অক্ষয় কুমার। ভিডিওতে তাদের জনপ্রিয় গান 'উঁচা লম্বা কদ'–এর নতুন সংস্করণে নাচতে দেখা যায়। তবে ভিডিওটির ক্যাপশনই বেশি নজর কাড়ে, যেখানে অক্ষয় বিশেষভাবে স্মরণ করেন তার ‘ওয়েলকাম’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।

অক্ষয় কুমার লিখেছেন, “১৮ বছর পর স্মৃতিগুলো একই রকম প্রিয়। এত নস্টালজিয়া নিয়ে দিশা আর আমি হাজির ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে। আমাদের কুইন ক্যাটরিনাকে কখনো ভুলিনি।”

উল্লেখ্য, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৭ সালে। এতে মুখ্য চরিত্রে ছিলেন ফেরোজ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর ও পরেশ রাওয়াল। ২০১৫ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’, যেখানে অক্ষয় ও ক্যাটরিনার পরিবর্তে অভিনয় করেন জন আব্রাহাম ও শ্রুতি হাসান। দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন আনিস বাজমি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর