Logo

বিনোদন

তারেক রহমানের প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’ যে শিক্ষা দেয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩

তারেক রহমানের প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’ যে শিক্ষা দেয়

দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরে পুরোদমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন তারেক রহমান। এই রাজনৈতিক প্রত্যাবর্তনকে ঘিরে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে তাকে অভিহিত করা হয়েছে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে।

প্রতিবেদনটিতে তারেক রহমানের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি উঠে এসেছে তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়ও। একপর্যায়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেন তার প্রিয় একটি সিনেমার কথা— ‘এয়ার ফোর্স ওয়ান’। টাইম ম্যাগাজিনকে তিনি জানান, সিনেমাটি তিনি অন্তত আটবার দেখেছেন।

একপর্যায়ে নিজের দায়িত্ববোধের কথা বলতে গিয়ে তিনি আরেকটি সিনেমার সংলাপ ব্যবহার করেন— স্পাইডার-ম্যানের বিখ্যাত উক্তি, ‘মহান শক্তির সঙ্গে আসে মহান দায়িত্ব।’ তারেক রহমান বলেন, এই দর্শনে তিনি গভীরভাবে বিশ্বাস করেন এবং এটিই তার রাজনীতির মূল অনুপ্রেরণা।

প্রতিবেদনের সঙ্গে প্রাসঙ্গিকভাবে উঠে আসে তার প্রিয় সিনেমা এয়ার ফোর্স ওয়ানের কাহিনিও। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই হলিউড অ্যাকশন থ্রিলার ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান সন্ত্রাসীদের দ্বারা ছিনতাই হয়। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও প্রেসিডেন্ট নিজের নিরাপত্তার কথা না ভেবে পরিবার, সহকর্মী ও দেশের মানুষের জীবন রক্ষায় দৃঢ় অবস্থান নেন। নেতৃত্ব, সাহস, দায়িত্ববোধ এবং রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে আপসহীন মনোভাবই এই সিনেমার মূল বার্তা। যেমনভাবে আপসহীন মনোভাবের পরিচয় দিয়েছিলেন তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

টাইম ম্যাগাজিনের বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে, এয়ার ফোর্স ওয়ানের এই মূল্যবোধই তারেক রহমানের চিন্তার সঙ্গে মিলে যায়। তিনি অভিযোগ বা আক্ষেপে আটকে না থেকে নিজের প্রত্যাবর্তনকে দেখছেন একটি দায়িত্ব হিসেবে— যেখানে ব্যক্তিগত ইচ্ছার চেয়ে জনগণের ভবিষ্যৎই মুখ্য। রাজনীতিতে তার ফিরে আসাও তাই কোনো আবেগী প্রতিশোধ নয়, বরং পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক একটি যাত্রা— এমনটাই বোঝাতে চেয়েছে টাইম।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর