সিনেমায় আর গাইবেন না অরিজিৎ সিং, আকস্মিক ঘোষণায় তোলপাড়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২২
সঙ্গীতপ্রেমীদের জন্য মেঘ না চাইতেই বজ্রপাত। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সমাজমাধ্যমে এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, সিনেমার গানে তিনি আর কণ্ঠ দেবেন না। তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো স্তম্ভিত সঙ্গীতজগৎ ও তাঁর কোটি কোটি অনুরাগী।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের প্রোফাইল থেকে একটি পোস্টে অরিজিৎ প্রথমে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, "শ্রোতা হিসেবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।"
নিজের দীর্ঘ সঙ্গীত জীবনের স্মৃতিচারণ করে তিনি আরও যোগ করেন, "এই সফর সত্যিই সুন্দর ছিল।"
অরিজিতের এই ঘোষণার পরেই প্রশ্ন উঠছে, তবে কি তিনি সঙ্গীত জগত থেকে পুরোপুরি অবসর নিচ্ছেন? নাকি এটি শুধুই সাময়িক বিরতি? যদিও গায়ক নিজে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে কোনো কোনো সূত্রের খবর, টানা গাওয়ার ফলে গলার বিশ্রামের জন্যই হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গান গেয়েছেন তিনি। নতুন বছরে তাঁর এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ শ্রোতারা।
ডিআর/এমএন

