Logo

বিনোদন

স্বামীকে ‘প্রকৃত পুরুষ’ আখ্যা দিয়ে যা বললেন শবনম ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ২১:৪৩

স্বামীকে ‘প্রকৃত পুরুষ’ আখ্যা দিয়ে যা বললেন শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বামী তানজিম তৈয়বের সঙ্গে তার নতুন দাম্পত্য জীবনের আবহ উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সম্প্রতি স্বামীর একটি ছবি শেয়ার করে বিয়ের পরের অনুভূতি ও সংসারজীবনের কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

আবেগঘন স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে তার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আল্লাহ তাকে এমন একজন সহজ-সরল ও আন্তরিক মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, বর্তমান সময়ে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আল্লাহর সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।

পোস্টে অভিনেত্রী আরও জানান, একসময় তিনি আবার বিয়ে করা নিয়ে নিজেই দ্বিধায় ছিলেন। তখন তার কাছের মানুষরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন, তিনি জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন এবং আল্লাহ তাকে যথেষ্ট পরীক্ষা নিয়েছেন। ইনশা আল্লাহ সামনে সবকিছু ভালোই হবে— এমন কথাই তারা তাকে বলেছিলেন।

নতুন জীবনের আরও কিছু ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিয়ে শবনম ফারিয়া লেখেন, মাত্র তিন দিন আগে তারা নিজেদের নতুন বাসায় উঠেছেন। এই অল্প সময়ের মধ্যেই শাশুড়ির ছোট ছেলেকে পরিবারের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে তার মনে হয়েছে, জীবন সত্যিই সার্থক হয়ে উঠেছে।

অভিনয়ে শবনম ফারিয়ার পথচলা শুরু ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে। এরপর একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়।

ব্যক্তিজীবনে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। তবে বিয়ের এক বছর নয় মাস পর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। এরপর গত বছর ১৯ সেপ্টেম্বর তানজিম তৈয়বের সঙ্গে নতুন করে জীবন শুরু করেন এই অভিনেত্রী।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শবনম ফারিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর