প্রেমিকের সঙ্গে শ্রদ্ধা কাপুরের সম্পর্কের ইঙ্গিত, ছবি ভাইরাল

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩
-6784cfcca277a.jpg)
ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, তার অভিনয় দক্ষতা এবং স্নিগ্ধ ব্যক্তিত্বের জন্য বরাবরই ভক্তদের ভালোবাসা উপভোগ করেন। তার ভক্তরা শুধুমাত্র তার সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বিশেষ আগ্রহী। সম্প্রতি রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন নেটিজেনদের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে।
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, শ্রদ্ধা চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে, যা গুজবের আগুনে আরও ঘি ঢেলেছে।
সম্প্রতি আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছিলেন শ্রদ্ধা কাপুর। যেখানে গোলাপী হুডি ও নীল জেগিংসে এক খাবারের দোকান থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। হঠাৎ করেই তার ফোনের ওয়ালপেপারটি ক্যামেরার ফোকাসে চলে আসে। আর সেই ওয়ালপেপারে শ্রদ্ধার সঙ্গে এক ব্যক্তির আলিঙ্গনের ছবিটি দ্রুতই সকলের নজর কাড়ে।
ঝড়ের গতিতে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবির মন্তব্যে নেটিজেনরা জিজ্ঞাসা করতে থাকেন, ‘ছবির লোকটি কে?’ একজন ভক্ত মন্তব্যে জানান, ছবির পুরুষটি চিত্রনাট্যকার রাহুল মোদি।
এর আগে গত বছর শ্রদ্ধা তার ইনস্টাগ্রাম স্টোরিতে মধ্যরাতে গাড়িতে বসে ভাদা পাও-এর একটি ছবি শেয়ার করে রাহুলকে ট্যাগ করেছিলেন, যা তাদের সম্পর্কের জল্পনাকে আরও বাড়িয়ে তোলে।
উল্লেখ্য, ২০২৪ সালে বলিউডের সর্বাধিক সফল সিনেমার তালিকায় রয়েছে শ্রদ্ধা অভিনীত সিনেমা ‘স্ত্রী-২’। ‘স্ত্রী-২’ বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি আয় করেছে, যার মধ্যে সিনেমাটি শুধু ভারতে আয় করেছে প্রায় ৫৬৪ কোটি রুপি।
এরইমধ্যে ম্যাডক প্রোডাকশন সম্প্রতি ঘোষণা করেছে যে ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘স্ত্রী-৩।’ যা শ্রদ্ধা কাপুরের ভক্তদের জন্য এক দারুণ সুখবর।
এফএটি