দ্বিগুণ অ্যাকশন নিয়ে ফিরছেন রজনীকান্ত, নতুন চমক অপেক্ষায়

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮
-67872dc4ac2cd.jpg)
ছবি: সংগৃহীত
রজনীকান্ত ভক্তদের চমক দিতে প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমার ঘোষণা। সেটিও যেমন তেমন সিনেমা নয় ২০২৩ সালের দক্ষিণী সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ আয়কারী ‘জেলার’ সিনেমার সিক্যুয়াল।
সুপারস্টার রজনীকান্ত অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’ আরও অ্যাকশন ও রোমাঞ্চ নিয়ে ফিরে আসছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায়, নির্মাতারা একটি টিজার প্রকাশের মাধ্যমে সিনেমার সিক্যুয়াল ঘোষণা করেছেন।
প্রথম সিনেমার মতোই দ্বিতীয় কিস্তিতেও নেতৃত্ব দিচ্ছেন পরিচালক নেলসন দিলীপকুমার এবং সঙ্গীত পরিচালনা করছেন অনিরুধ রবিচন্দর। আগের সিনেমার স্বাদ অক্ষুণ্ণ রাখতে, তারা আবারও একই টিম নিয়ে কাজ করতে চলেছেন।
চার মিনিটের টিজারে দেখা যায়, গোয়ার একটি সমুদ্র সৈকতের বাড়িতে পরিচালক নেলসন ও সঙ্গীতশিল্পীর অনিরুধ তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। মজাদার মুহূর্তের মধ্যে, হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয়—কাচের জানালা ভেঙে যায়, দরজা উড়ে যায় এবং চারপাশের সবাই প্রাণ নিয়ে ছুটতে থাকে। সেই মুহূর্তেই রজনীকান্তের আইকনিক সিলুয়েটটি দেখা যায়, প্রথম সিনেমার বিখ্যাত গান ‘হুকুম’ ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। অনিরুধের সুরের সাথে সেই গানের রিমিক্স সংস্করণটিও টিজারে সংযোজিত হয়েছে।
২০২৩ সালের ‘জেলার’, দক্ষিনি সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলির মধ্যে একটি। যেখানে একজন প্রাক্তন জেল ওয়ার্ডেনের গল্প দেখানো হয়েছে। যিনি তার নিখোঁজ ছেলের প্রতিশোধ নেওয়ার পথে ছিলেন।
সিনেমার সিক্যুয়াল ‘জেলার ২’-এর কাস্ট এখনও ঘোষণা করা হয়নি। সিনেমার প্রথম কিস্তিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছিলেন বিনায়কান, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু এবং অন্যান্য তারকারা। এছাড়াও, মোহনলাল, শিব রাজকুমার ও জ্যাকি শ্রফ ক্যামিও চরিত্রে উপস্থিত ছিলেন।
কালনিথি মারানের সান পিকচার্স প্রযোজিত এই সিক্যুয়াল, প্রথম সিনেমার মতোই সকল রেকর্ড ভাঙতে যাচ্ছে বলেই ধারণা রজনীকান্ত ভক্তদের। তবে সত্যিই সেটি হবে কিনা তা সময় বলে দিবে।
এফএটি