-67874714cb1a7.jpg)
ছবি: সংগৃহীত
বলিউডের বিখ্যাত চরিত্র ‘নাগিন’ এবার নতুন রূপে ফিরতে চলেছে। নাগিন চরিত্রের কথা ভাবলেই সিনেমাপ্রেমীদের মনে কেবল কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মুখই ভেসে ওঠে। তবে এবারে শ্রীদেবী কাপূরের পদবির সঙ্গে মিলিয়ে সেই চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর ।
মকর সংক্রান্তির দিন এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক নিখিল দ্বিবেদী। আর এরপর থেকেই শ্রীদেবীর অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
শ্রীদেবী কাপুরের পর প্রথমবার এই চরিত্রে পা রাখতে চলেছেন শ্রদ্ধা কাপুর। যিনি নিজের ক্যারিয়ারে বহু ভৌতিক ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন। ২০২০ সালে প্রথম আভাস পাওয়া গিয়েছিল যে শ্রদ্ধা কাপুর, শ্রীদেবী কাপুরের বিখ্যাত ‘নাগিন’ চরিত্রে অভিনয় করবেন। বেশ কয়েকবার এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিজের দক্ষতা এবং সাবলীলতার প্রমাণ দিয়েছেন।
শ্রদ্ধা জানিয়েছেন, তিনি শ্রীদেবী অভিনীত সিনেমাগুলো একাধিকবার দেখেছেন। নিজেকে চরিত্রের উপযোগী করতে যতটা পরিশ্রম করা যায় তিনি করবেন। সেই সাথে চিত্রনাট্যেও মনোযোগ দিবেন।
'নাগিন: অ্যান এপিক টেল অব লাভ অ্যান্ড স্যাক্রিফাইস' সিনেমাটি নিয়ে ইতিমধ্যে চিত্রনাট্য শেয়ার করেছেন প্রযোজক নিখিল দ্বিবেদী। এই সিনেমার মাধ্যমেএকটি নতুন মাত্রায় পৌঁছাতে চলেছেন শ্রদ্ধা। শ্রদ্ধার এই নতুন সিনেমার ঘোষণায় বেশ উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।
এফএটি