Logo

প্রবাস

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ পালন

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১৭

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ পালন

ছবি : বাংলাদেশের খবর

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিবেশনায় নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদ্‌যাপন করা হয়েছে।

গত বুধবার (২৩ এপ্রিল) বাঙালি, চাকমা, মণিপুরী, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরে মিশনের মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমবেত কণ্ঠে পরিবেশিত ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিশু-কিশোরদের পাশাপাশি মণিপুরী, চাকমা ও মারমা শিল্পীরা কবিতা গান ও নৃত্য পরিবেশন করেন। 

বর্ণিল পোশাক, ঐতিহ্যবাহী বাঙালি খাবার আর শিশুদের কল-কাকলিতে মিশন প্রাঙ্গণ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর এক মিলন মেলায় পরিণত হয়।

জাতিসংঘের বৈঠকে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে সফররত সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমাসহ বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী তার বক্তব্যে একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে সরকারের সর্বাত্মক প্রচেষ্টাকে সফল করার আহ্বান জানান।

ইমা/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর