ভ্যাঙ্কুভারে বাপ্পা, এলিটা ও দলছুটের সংগীত সন্ধ্যা

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:২১

কানাডার ভ্যাঙ্কুভারে আয়োজন করা হয় মনোমুগ্ধকর বাঙালি সাংস্কৃতিক সন্ধ্যার। রিও থিয়েটারে অনুষ্ঠিত এই আয়োজনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’, শিল্পী বাপ্পা মজুমদার ও এলিটা করিম।
ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নব্বই দশকের জনপ্রিয় গান গেয়ে প্রবাসীদের নস্টালজিয়ায় ভাসান শিল্পীরা। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ আবেগের ছোঁয়ায় কানাডার রিও থিয়েটার হয়ে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ।
অনুষ্ঠানে নারী-পুরুষের উপস্থিতিতে ছিল উপচে পড়া ভিড়। কর্মব্যস্ত জীবনের বাইরে এক সন্ধ্যায় মিলনমেলায় মাতেন প্রবাসীরা। ছিল আড্ডা, ভালোবাসার বিনিময়, বাংলা সংস্কৃতির উষ্ণতায় হৃদয়ের যোগাযোগ।
ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভারের সিইও লোটাস কমল বলেন, ‘বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই আমাদের এই আয়োজন। প্রজন্ম থেকে প্রজন্মে আমরা বাংলা গান ও ঐতিহ্য পৌঁছে দিতে চাই।’
এলএন/এমজে
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন