Logo

প্রবাস

অন্টারিওতে জিয়াউর রহমানের ‘শাহাদাতবার্ষিকী’ পালিত

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৮:৩৪

অন্টারিওতে জিয়াউর রহমানের ‘শাহাদাতবার্ষিকী’ পালিত

অন্টারিওতে জিয়াউর রহমানের ‘শাহাদাতবার্ষিকী’ পালিত। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কানাডার অন্টারিওতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মিলাদ চৌধুরী এবং সঞ্চালনা করেন তাহমিনা চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত, সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ, পিস অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের পরিচালক মুমিনুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, সাবেক যুবদল নেতা মাসরুল হোসেন, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, নির্বাহী সভাপতি সরওয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল আলম চৌধুরী খোকন, আলীম হোসেন ও সোহেল আহমেদ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ওমর ফারুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাম রাব্বী শুভ্র, মহিউদ্দিন, ফজলে প্রধান রুমু, মাহবুবুল হক দুলালসহ অনেকে।

বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রনায়কসুলভ গুণাবলি এবং তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

মুমিনুল হক মিলন বলেন, ‘১৯৭১ ও ১৯৭৫ সালের জাতীয় সংকটে শহীদ জিয়ার দৃঢ় নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তার আদর্শ প্রভাব ফেলেছে।’

জাকারিয়া চৌধুরী বলেন, ‘বাংলাদেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার নেতৃত্ব দিয়েছে। আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সঠিক রোডম্যাপ দিয়ে দেশকে সামনে এগিয়ে নেবে।’

একে আজাদ বলেন, ‘গত ১৭ বছরে বিএনপিকে ঘিরে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে দল আজ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠেছে।’

আব্দুল মুহিত বলেন, ‘শহীদ জিয়া ছিলেন একজন সৎ ও সফল রাষ্ট্রপ্রধান। তাঁর ১৯ দফা এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জিয়াউর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর