Logo

প্রবাস

আমিরাতে তীব্র গরমে বাংলাদেশির মৃত্যু

Icon

প্রবাস প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৯:৫৪

আমিরাতে তীব্র গরমে বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোহাম্মদ সোলায়মান (৪৩) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক মারা গেছেন। 

রোববার (২৯ জুন) সকালে আবুধাবির আল মারিয়া আইল্যান্ডে বাংলাদেশি মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ওই প্রবাসী বাংলাদেশির বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নে। তিনি প্রয়াত মনির আহমদের বড় ছেলে।

নিহতের চাচাতো ভাই প্রবাসী আবদুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, অতিরিক্ত গরমে সোলায়মান হিটস্ট্রোকে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান তিনি।

জানা গেছে, বাংলাদেশে সোলায়মানের স্ত্রী, ১৪ ও ১১ বছর বয়সী দুই মেয়ে এবং ৭ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তিনি ২ বছর আগে আবুধাবিতে পাড়ি জমান ও আগামী ২ মাস পর দেশে ফেরার কথা ছিল তার।  

প্রবাসী কল্যাণ বিভাগের সহায়তায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কে এম জাহেদ/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর