Logo

প্রবাস

পুলিশের দাবি

নিউইয়র্কে বন্দুক হামলার সময় কর্তব্যরত ছিলেন না নিহত দিদারুল

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৯:২২

নিউইয়র্কে বন্দুক হামলার সময় কর্তব্যরত ছিলেন না নিহত দিদারুল

নিউইয়র্কের মিডটাউনে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম ঘটনার সময় কর্তব্যরত ছিলেন না। বুধবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছেন সিটি পুলিশ ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় মিডটাউনের আকাশচুম্বী ভবন ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারী হামলা চালায়। এতে ৪ নিহত ও একজন আহত হন। নিহতদের মধ্যে দিদারুল ইসলামও রয়েছেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায়। বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে গিয়ে নিউইয়র্ক সিটি পুলিশে তিন বছর ছয় মাস কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, দিদারুল যেমন একজন বীর হিসেবে বেঁচেছিলেন, তেমনিভাবেই মারা গেছেন। তিনি জানান, দিদারুল বিবাহিত ছিলেন। তার দুটি ছেলে সন্তান আছে। বর্তমানেও তার স্ত্রী গর্ভবতী।

শোক প্রকাশ করে সিটি মেয়র অ্যাডামস বলেন, অফিসার দিদারুল ইসলাম এই শহরের প্রাণের প্রতীক। তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী। আমাদের শহরকেও ভালোবাসতেন তিনি। অ্যাডামস আরও বলেন, দিদার একজন ধর্মভীরু মানুষ ছিলেন। তারা মৃত্যুতে আমরা শোকাহত। 

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করেছেন। তার নাম তামুরা (২৭ )। তিনি লাস ভেগাসের বাসিন্দা ছিলেন। ঘটনার পর তামুরা নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে দাবি পুলিশের।

এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলমান বলেও জানিয়েছে পুলিশ ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর