
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার পাহাং প্রদেশের কুয়ান্তান মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ান্তান থেকে কুয়ালালামপুরগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতদের মধ্যে রয়েছেন- মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)। আহতদের কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে চিকিৎসার জন্য কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবি