Logo

প্রবাস

যুক্তরাষ্ট্রে আজ শুরু হচ্ছে মুসলিম উম্মাহর ৩ দিনব্যাপী মহাসম্মেলন

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১০:২৬

যুক্তরাষ্ট্রে আজ শুরু হচ্ছে মুসলিম উম্মাহর ৩ দিনব্যাপী মহাসম্মেলন

যুক্তরাষ্ট্রের প্রবাসী মুসলমানদের অন্যতম বৃহৎ সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) এর ৮ম বার্ষিক তিন দিনব্যাপী মহাসম্মেলন আজ শুক্রবার (৮ আগস্ট) থেকে শুরু হয়েছে। ‘ইসলামের আলোকবাহকরা- বিশ্বব্যাপী ধর্মের প্রচার’ শ্লোগানে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার কনভেনশন সেন্টারে শুরু হওয়া এ মহাসম্মেলন রোববার (১০ আগস্ট) মধ্যরাত পর্যন্ত চলবে।

আয়োজকরা আশা করছেন, এ বছর ২০ হাজারের বেশি দেশীয় ও প্রবাসী মুসলমান বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অংশগ্রহণ করবেন। সম্মেলনকে সফল করতে বিভিন্ন বিভাগভিত্তিক একটি শক্তিশালী টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, সিপিএ।

মুনার এই মহাসম্মেলনই উত্তর আমেরিকার বৃহত্তম প্রবাসী বাংলাভাষী মুসলিমদের সমাবেশ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে একক বা পরিবারের সঙ্গে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম এখানে যোগ দিয়েছেন। প্রতিবারের মতো এবারও আয়োজকদের কঠোর পরিশ্রমের ফলশ্রুতিতে তিন দিনের এই আয়োজনে ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

মহাসম্মেলনে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের ইসলামিক চিন্তাবিদ, গবেষক, কোরআনের তাফসিরকারক এবং হাদিসবিদরা উপস্থিত থেকে মূল্যবান আলোচনা করবেন। আলোচক হিসেবে আছেন ড. ওমর সুলাইমান, ইমাম দালোয়ার হোসাইন, সামি হামদি, মোহাম্মদ এলশিনাউই, ড. আলতাফ হোসাইন, ইমাম টম ফ্যাচাইন, হামজাহ আব্দুল-মালিক, ইমাম সিরাজ ওয়াহাজ, আসিফ হিরানি, শেখ আব্দুল নাসির জাংদা প্রমুখ। ভার্চুয়াল উপস্থিত থাকবেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

বিশেষ করে উত্তর আমেরিকার নতুন প্রজন্মের মুসলিম তরুণ-তরুণীদের জন্য তরুণ ইসলামিক চিন্তাবিদরা দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন। পাশ্চাত্যে ভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে মুসলিম হিসেবে নিজেদের পরিচয় বজায় রেখে আল্লাহর পথে অটল থাকার ওপর গুরুত্বারোপ করা হবে। শিশুদের জন্য থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজন।

মহাসম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে রকমারি সামগ্রীর বাজার, যেখানে পাওয়া যাবে পোশাক, অলঙ্কার, হস্তশিল্প, গিফট আইটেমস ও বিভিন্ন প্রবাসী বাংলাদেশী খাবারের দোকান। সম্মেলনের শেষ দিন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

মুনার এই মহাসম্মেলন প্রবাসী মুসলমানদের ঐক্যবদ্ধ করতে, ইসলামের জ্ঞান বৃদ্ধি করতে এবং নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় সচেতনতা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

কেই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর