যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া এখন বাংলাদেশি মুসলমানদের শহর!

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:১৪

ছবি : বাংলাদেশের খবর
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) সম্মেলনে বাংলাদেশি মুসলমানদের অভূতপূর্ব সমাগম হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে শুরু হওয়া তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিতে হাজার হাজার প্রবাসী ধর্মপ্রাণ মুসলমান জড়ো হন।
আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে অংশ নেওয়া প্রায় ২০-২৫ হাজার মানুষের ৮০ শতাংশই বাংলাদেশি। শহরের বিভিন্ন সড়ক, অলিগলি এবং বাজারে বাংলা ভাষার কোলাহল যেন উৎসবের আবহ তৈরি করেছে। সম্মেলন উপলক্ষে ফিলাডেলফিয়া শহর ও আশপাশের ৯৮টি হোটেল পূর্ণ হয়ে যায়। এমনকি পার্শ্ববর্তী ১০টি শহরের হোটেলগুলোতেও শেষ মুহূর্তে আর কোনো রুম পাওয়া যায়নি।
শুক্রবার কনভেনশন সেন্টারে কয়েক হাজার মুসলমান একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। আয়োজক কমিটির আহ্বায়ক আরমান চৌধুরী (সিপিএ) বলেন, প্রবাসে বাংলাদেশি মুসলমানদের এমন মিলনমেলা আমাদের জন্য গর্বের বিষয়।
সম্মেলনে বক্তব্য দেন মুনার ন্যাশনাল কমিটির সভাপতি ইমাম দালোয়ার হোসাইন, ব্যারিস্টার হামিদ এইচ আজাদ, নিহাদ আওয়াদ, ইমাম মোহাম্মদ আলি, সাফা জারজোয়ার, ড. ওসামা আবু আরশাদ, ড. আয়মান হাম্মমউস, সালমান মুজাহিদ, ওসামা জামাল, ড. আলতাফ হুসাইন, ইমাম সিরাজ ওয়াহাজ, ক্বারী সাঈদ দাহী, ক্বারী আব্দুল মাজিদ, সাজ্জাদুর রহমান ও ড. আবুল কালাম আজাদ বাশারসহ আরও অনেকে।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ড. ওমর সুলাইমান, সামি হামদি, মোহাম্মদ এলশিনাউই, ইমাম টম ফ্যাচাইন, হামজাহ আব্দুল-মালিক, আসিফ হিরানি, শেখ আব্দুল নাসির জাংদা প্রমুখ। এছাড়া ভার্চুয়ালি তাফসির ও কুরআনভিত্তিক আলোচনায় অংশ নেবেন দেশের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
আয়োজকরা আশা করছেন, এ সম্মেলন প্রবাসী মুসলিমদের ঐক্য ও ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেই/এমএইচএস