Logo

প্রবাস

প্রবাসী বাংলাদেশিদের প্রিয় চিকিৎসক সাইদুর রহমান মারা গেছেন

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭

প্রবাসী বাংলাদেশিদের প্রিয় চিকিৎসক সাইদুর রহমান মারা গেছেন

কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের কাছে জনপ্রিয় চিকিৎসক ডা. সাইদুর রহমান আর নেই। স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ডা. সাইদুর রহমান কানেকটিকাটের ব্রিস্টলের বাসিন্দা ছিলেন এবং ব্রিস্টল হসপিটাল অব সেন্ট্রাল কানেকটিকাটসহ এলাকার একাধিক হাসপাতালে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি একজন ইন্টারনিস্ট ছিলেন এবং চিকিৎসা ক্ষেত্রে ৫৫ বছরের বেশি অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

ডা. সাইদুর রহমান ১৯৬৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং লাহোর মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়া তিনি ব্রিস্টল ও ওয়াটারবেরি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন।

প্রয়াত চিকিৎসক দীর্ঘদিন বিনামূল্যে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিয়েছেন। তার মৃত্যুতে কানেকটিকাটের প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

ডা. সাইদুর রহমান স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ জোহর ম্যানচেস্টারের বায়তুল মামুর মসজিদে অনুষ্ঠিত হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর