Logo

প্রবাস

টরন্টোতে শিশুদের জন্য আবৃত্তি কর্মশালা

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮

টরন্টোতে শিশুদের জন্য আবৃত্তি কর্মশালা

ধ্রুবপদ পারফর্মিং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে কানাডার টরন্টোতে শিশুদের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত আবৃত্তি গুরু ড. ভাস্বর বন্দোপাধ্যায়।

প্রতিষ্ঠানটির পরিচালক ড. মমতাজ মমতা শিশু ও অভিভাবকদের স্বাগত জানিয়ে কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আবৃত্তি গুরু ড. ভাস্বর বন্দোপাধ্যায় টরন্টোতে এসে আমাদের ছাত্রদের জন্য এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ।’ ড. মমতাজ মমতা জানান, ধ্রুবপদ এই চর্চা অব্যাহত রাখবে।

আবৃত্তিকার হিমাদ্রী রায় বলেন, ‘শুদ্ধ ভাষার চর্চা ও সংস্কৃতির জন্য টরন্টো মেধার তীর্থ। এই চর্চাকে পাথেয় করে প্রজন্মের মননে ও মস্তিষ্কে সংস্কৃতিকে প্রতিফলিত করার কাজটি করছেন ড: মমতাজ মমতা ও ধ্রুবপদ পারফর্মিং আর্টস।’

কর্মশালায় ড. ভাস্বর বন্দোপাধ্যায় শিশুদের স্বরবর্ণ ও স্বরধ্বনির বিষয়ে ধারণা দেন। শিশুদের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি বাংলা ভাষা ও বর্ণমালা নিয়ে আশাবাদী হন এবং বলেন, ‘এরাই শিকড়ের ভাষাকে বাঁচিয়ে রাখবে।’ 

এরপর অনুরাগ, ঋষি, তৃণব, পৌরব, শুভনিতা ও আরও কয়েকজন শিশু আবৃত্তি করেন।

সবশেষে ড. মমতাজ মমতা আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ড. ভাস্বর বন্দোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কানাডা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর