কর্তৃত্ববাদী শাসন ও এমপি রাজের অবসান দরকার : ড. হোসেন জিল্লুর

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫
-68ca46660a1dd.jpg)
দেশের সংস্কারের জন্য প্রথমে দীর্ঘমেয়াদি কর্তৃত্ববাদী শাসন এবং এমপি রাজের অবসান নিশ্চিত করতে হবে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
সম্প্রতি টরন্টোর এগলিনটন স্কোয়ার পাবলিক লাইব্রেরিতে কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ (সিসিবিএস) আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এই মন্তব্য করেন। সেমিনারের শিরোনাম ছিল ‘বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও জনজীবনে প্রয়োগ’।
ড. জিল্লুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দেশের মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা বাস্তবায়নের জন্য চারটি মূল স্তম্ভ রয়েছে। প্রথমত, প্রধান নির্বাহীর কর্তৃত্ববাদী শাসনের অবসান। দ্বিতীয়ত, এমপি রাজের অবসান। তৃতীয়ত, প্রশাসন ও পুলিশের অতিরিক্ত পার্টিজান ব্যবহার দূরীকরণ। চতুর্থত, গুম, খুন ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ড বন্ধ করে ন্যায়পরায়ণ পরিবেশ তৈরি করা।
তিনি বলেন, ‘সংস্কার শুধু আইন পাস করলেই হবে না। প্রশাসন, স্থানীয় সরকার এবং সমাজের সব স্তরে তা কার্যকর করতে হবে।’
তিনি আরও বলেন, ‘মানুষ শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন চায় না। তারা চাইছেন প্রশাসন সংস্কার, স্থানীয় সরকার ও পুলিশ সংস্কার, নারী ও শ্রমিক অধিকার রক্ষা এবং অর্থনৈতিক পুনর্গঠন।’
সেমিনারে উপস্থিত ছিলেন কানাডার লরেনটিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাদিকুল ইসলাম, লেইকহেড বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সিরাজুল ইসলাম, সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলাল, এলগোমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুসরাত আজিজ, ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের প্রফেসর ড. আহসান উল্লাহ এবং লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ।
সভাপতির বক্তব্যে ম্যাকমাষ্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক বলেন, ‘আইন ও কমিশন আছে, কিন্তু তা কার্যকর করার কাঠামো যথাযথ নয়। পার্লামেন্টে আইন পাশ করা প্রথম ধাপ, বাস্তবায়ন নীচু স্তরে নিশ্চিত করা হলো বড় চ্যালেঞ্জ।’